শেখ হাসিনাকে নিয়ে চিরকুট মিলল পাগলা মসজিদের দানবাক্সে


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:৪২ পিএম, ৩০শে আগস্ট ২০২৫


শেখ হাসিনাকে নিয়ে চিরকুট মিলল পাগলা মসজিদের দানবাক্সে
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলে এবারও বিপুল পরিমাণ অর্থ পাওয়া গেছে। শনিবার (৩০ আগস্ট) সকালে টানা ৪ মাস ১৮ দিন পর খোলা হয় ১৪টি লোহার দানবাক্স। এসময় ৩২ বস্তা ভরা টাকা পাওয়া যায়।


তবে টাকার সঙ্গে এবার পাওয়া গেছে একটি চিরকুটও, যেখানে লেখা ছিল- “শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে, শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু।”


আরও পড়ুন: পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৩২ বস্তা টাকা, চলছে গণনা


সকাল ৭টা থেকে শুরু হওয়া এ কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং মসজিদের ব্যবস্থাপনা কমিটির সদস্যরা।


এ কার্যক্রমে মসজিদ কমপ্লেক্সের শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী মাদরাসার শিক্ষার্থী, রূপালী ব্যাংকের কর্মকর্তাসহ প্রায় চার শতাধিক মানুষ অংশ নেন। নিরাপত্তার দায়িত্বে ছিলেন সেনা, পুলিশ ও আনসার সদস্যরা।


আরও পড়ুন: বিএনপি নেতা হত্যা মামলার আসামির বস্তা বন্দি লাশ উদ্ধার


প্রথা অনুযায়ী সাধারণত তিন মাস অন্তর দানবাক্স খোলা হলেও এবার চার মাসেরও বেশি সময় পর তা খোলা হলো। গতবার ১২ এপ্রিল দানবাক্স খোলার সময় ৯ কোটি ১৭ লাখ টাকার বেশি নগদ অর্থ, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া গিয়েছিল।


অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক এরশাদুল আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।


এএস