জাভান হোটেল কর্তৃপক্ষের হামলায় আহত ৪, থানায় অভিযোগ


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:১০ পিএম, ৩০শে আগস্ট ২০২৫


জাভান হোটেল কর্তৃপক্ষের হামলায় আহত ৪, থানায় অভিযোগ
ছবি: প্রতিনিধি।

পূবাইল:গাজীপুর মহানগরীর টঙ্গীতে জাভান হোটেল কর্তৃপক্ষের হামলায় ৪ অতিথি আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। 

শুক্রবার (২৯ আগষ্ট) ভোরে টঙ্গী পূর্ব থানাধীন আমতলী এলাকার জাভান হোটেল এ ঘটনা ঘটে।


আহতরা হলেন, মোহাম্মদ আজাদ (৩২), রিমন আহমেদ (৩২), শুভ (২৮) ও দীপু (২৯)। এদের মধ্যে রিমন আহমেদের অবস্থা গুরুতর বলে জানা গেছে। ভুক্তভোগীরা সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানাধীন চিলাউড়া গ্রামের বাসিন্দা। তারা যমুনা ফিউচার পার্কের ‘লিগ্যাল সলিউশন বিডি’ প্রতিষ্ঠানের কর্মকর্তা।


অভিযুক্তরা হলেন, জাভান হোটেলের পরিচালক সায়মন (৪০), জাভান হোটেলের বার এ্যারেঞ্জার রুমান (৩২) এবং রিপন (২৯)।

 

অভিযোগ সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৫ টার দিকে তারা টঙ্গী পূর্ব থানাধীন আমতলী এলাকার জাভান হোটেলে নাস্তা খাওয়ার জন্য যায়। এসময় হোটেলে নাস্তার ব্যবস্থা আছে বলে তাদেরকে বসতে বলা হয়। পরে ভুক্তভোগীরা খাবার অর্ডার দিয়ে অপেক্ষা করতে থাকে। তবে খাবার পরিবেশনে বিলম্ব হওয়ায় ভুক্তভোগীরা হোটেলের দায়িত্বরত একজনকে দ্রুত নাস্তা দেওয়ার তাগিদ দেয়।


এসময় হোটেলের দায়িত্বে থাকা কর্মীদের সঙ্গে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে অভিযুক্তরা লোহার রড, হকিস্টিক, এসএস পাইপ ও কাঠের রুল দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে রিমন ও আজাদকে গুরুতর আহত করে। মারধরের একপর্যায়ে ভুক্তভোগীদের মোবাইল ও মানিব্যাগ কেরে নেয়। এসময় হোটেল কর্মচারীদের হামলায় তারা রক্তাক্ত জখম হয়।


পরে, ভুক্তভোগীরা রক্তাক্ত অবস্থায় শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য গেলে দায়িত্ব চিকিৎসক আজাদ ও রিমনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বাকিরা শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে।


এঘটনায় অভিযুক্ত জাভান হোটেলের পরিচালক সায়মনের দাবি ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন না তিনি। ভুক্তভোগীরা জাভান হোটেলের উপরে যেতে পারেনি। তারা বারে প্রবেশ করতে চেয়ে ব্যর্থ হলে হোটেলের নিচ থেকে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পথচারী আহত হলে স্থানীয়দের সাথে তাদের হাতাহাতির ঘটনা ঘটে। এঘটনায় হোটেলের কেউই জড়িত নয়।


এ বিষয়ে মোহাম্মদ আজাদ জানান, আমাদের নির্দোষভাবে পরিকল্পিতভাবে হামলার শিকার হতে হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমার আবেদন, দ্রুত ঘটনার তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনা হোক।


এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এসডি/