বুধবার থেকে মিলবে লঞ্চের অগ্রিম টিকিট


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


বুধবার থেকে মিলবে লঞ্চের অগ্রিম টিকিট

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যাত্রা নির্বিঘ্ন করতে বুধবার থেকে লঞ্চেও দেওয়া হবে অগ্রিম টিকিট। এ সময় যাত্রী পারাপারে সারা দেশের বিভিন্ন নৌপথে নিয়মিত লঞ্চের পাশাপাশি বিশেষ লঞ্চও চলবে।

রবিবার (১৭ এপ্রিল) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিআইডব্লিউটিএ'র জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বুধবার থেকে লঞ্চের কেবিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। ঈদের পাঁচ দিন আগে ও পাঁচ দিন পরে টার্মিনালে লঞ্চের মাধ্যমে কোনো মোটরসাইকেল যাতায়াত করতে পারবে না।’

তবে ডেকের যাত্রীদের টিকিট ভ্রমণের দিন বিক্রি করা হবে বলে জানিয়েছেন মোবারক।

তিনি বলেন, ‘এই সময়ে নদীতে বালুবাহী কোনো বাল্কহেড চলতে পারবে না বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।’

যাত্রীবাহী নৌরুটে বুধবার থেকে বিশেষ লঞ্চ চলাচল করবে। চাহিদা অনুযায়ী ঈদের পাঁচ দিন পর পর্যন্ত বিশেষ ব্যবস্থাটি চালু রাখা হবে বলেও জানান মোবারক।

এবার ঈদে লঞ্চে যাতায়াতকারীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখানো ও সংরক্ষণ করা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেবিনে যাতায়াতকারীদের এনআইডি সংরক্ষণ করতে লঞ্চ মালিক-শ্রমিকদের নির্দেশনা দেওয়া হয়।

শুক্রবার (১৫ এপ্রিল) থেকে শুরু হয়েছে বাসে অগ্রিম টিকিট বিক্রি। আর রেলে অগ্রিম টিকিট বিক্রি হবে ২৩ এপ্রিল থেকে।


ওআ/