সুষ্ঠু নির্বাচন নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর উদ্যোগের উপর: স্বরাষ্ট্র উপদেষ্টা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:৫৯ পিএম, ৩১শে আগস্ট ২০২৫


সুষ্ঠু নির্বাচন নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর উদ্যোগের উপর: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও নিরাপদ হওয়ার মূল নির্ভরযোগ্য দিক হলো নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীলতা।


রবিবার (৩১ আগস্ট) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভার পর সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।


আরও পড়ুন: পুলিশ অ্যাক্টিভ হলে সবাই বলে বেশি করে ফেলেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা


তিনি বলেন, “ফ্যাসিস্ট সরকার পতনের পর রাজনৈতিক দলগুলোর ঐক্য বজায় রাখা অত্যন্ত জরুরি। ক্ষুদ্র স্বার্থ পরিত্যাগ করে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে। যদি ঐক্যে ফাটল ধরে, তখন ফ্যাসিস্ট দোসররা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।”


স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, জনগণের অবাধ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর সক্রিয় ভূমিকা অপরিহার্য। সবার সহযোগিতায় অন্তর্বর্তী সরকার একটি অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন আয়োজন করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।


আরও পড়ুন: এবার নুরকে রাষ্ট্রপতির ফোন, দিলেন যে আশ্বাস


পুলিশের কর্মকাণ্ড নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “যদি পুলিশ আগেভাগে সক্রিয় হতো, তবে বলা হতো তারা বেশি করে ফেলেছে। আমরা চেষ্টা করছি আগুন ধরানোর আগে পুলিশ কার্যকর হোক। গতকাল এক হাজার ৪০৬টি অবরোধ হয়েছে, যা ১২৩টি সংগঠন করেছে। এ ধরনের অবরোধ জনদূর্ভোগ সৃষ্টি করে।”


আরএক্স/