ডাকসু নির্বাচন ঘিরে চেম্বার জজ আদালতের রায় নিয়ে যে প্রতিক্রিয়া শিশির মনিরের


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:২১ পিএম, ১লা সেপ্টেম্বর ২০২৫


ডাকসু নির্বাচন ঘিরে চেম্বার জজ আদালতের রায় নিয়ে যে প্রতিক্রিয়া শিশির মনিরের
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিতের হাইকোর্টের আদেশ চেম্বার জজ আদালত স্থগিত করেছেন। এর পরপরই সংবাদ সম্মেলনে প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে আইনজীবী শিশির মনির।


সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে অনুষ্ঠিত ব্রিফিংয়ে তিনি জানান, বিষয়টির গুরুত্ব বিবেচনা করে হাতে লিখিত আবেদন করা হয়েছিল। আদালত সেই আবেদন গ্রহণ করে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের কার্যকারিতা সিএমপি ফাইল ও শুনানি পর্যন্ত স্থগিত রাখেন। ফলে বর্তমানে ডাকসু নির্বাচন আয়োজন, পরিচালনা কিংবা প্রার্থীদের প্রচারণায় কোনো বাধা নেই বলে উল্লেখ করেন তিনি।


আরও পড়ুন: সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা


শিশির মনির বলেন, আগামীকাল সকালে অফিস খোলার সঙ্গে সঙ্গেই সিএমপি দায়ের করা হবে এবং আশা করা যাচ্ছে গুরুত্বের ভিত্তিতে শুনানিও হবে।


তিনি আরও জানান, এস এম ফরহাদের বিষয়ে হাইকোর্ট কোনো আদেশ দেননি, কেবল রুল জারি করেছেন। পূর্ণাঙ্গ শুনানির পর সিদ্ধান্ত নেওয়া হবে।


আরও পড়ুন: হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে কোনো বাধা নেই


উল্লেখ্য, এর আগে সোমবার (১ সেপ্টেম্বর) হাইকোর্টের একটি বেঞ্চ ডাকসু নির্বাচন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করার নির্দেশ দেন। বামজোট মনোনীত প্রার্থী বিএম ফাহমিদা আলম এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে এ রিট দায়ের করেন।


তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর ডাকসুর কেন্দ্রীয় কমিটি ও হল সংসদগুলোর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। চূড়ান্ত তালিকা অনুযায়ী এবার মোট ৪৭১ জন প্রার্থী ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। এর মধ্যে ভিপি পদে ৪৫ জন, জিএস পদে ১৯ জন, এজিএস পদে ২৫ জন এবং বিভিন্ন সম্পাদকীয় ও সদস্য পদে বাকিরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।


এএস