স্লোগান দিয়ে গ্রেপ্তার বাকপ্রতিবন্ধী সাইদকে জামিন দিয়েছেন আদালত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১৮ পিএম, ২রা সেপ্টেম্বর ২০২৫

রাজধানীর গুলিস্তান থেকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার সেই বাকপ্রতিবন্ধী যুবক সাইদ শেখ (২২) এর জামিন মঞ্জুর করেছেন আদালত ।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত জামিন আবেদন মঞ্জুর করেন।
আরও পড়ুন: বিচার বিভাগের নিয়ন্ত্রণ ফের সুপ্রিম কোর্টের হাতে
এরআগে প্রতিবন্ধী সাইদ শেখের আইনজীবী মোহাম্মদ লিটন মিয়া আদালতে তার প্রতিবন্ধী সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করে জানিন আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রতিবন্ধী সাইদ শেখের স্থায়ী জামিন মঞ্জুর করেন।
আইনজীবী মোহাম্মদ লিটন মিয়া বলেন, মামলায় তার বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের মিছিলে অংশ নিয়ে রাষ্ট্রবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগ আনা হয়েছে। তবে সাইদ শারীরিক ও বাক প্রতিবন্ধী হওয়ায় তিনি স্লোগান দেওয়া বা রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার মতো সক্ষম নন। এ বিষয়টি আমরা আদালতকে বোঝাতে সক্ষম হাওয়ায় আদালত তাকে জামিন দিয়েছেন।
জানা যায়, গত ২৪ আগস্ট বিকেলে গুলিস্তানের গোলাপশাহ মাজারের পাশে আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল ঘিরে তিনজনকে আটক করে পুলিশ। আটকরা হলেন—রাজু আহমেদ, শেখ মো. শাকিল ও সাইদ শেখ। ওইদিনই পল্টন থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। মামলায় অভিযোগ করা হয়, তারা রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে বড় ধরনের নাশকতার চেষ্টা করছিল।
পরদিন ২৫ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আরও পড়ুন: হাবিব-মনিরের নেতৃত্বে পুলিশে দুটি গ্রুপ গড়ে উঠেছিল: সাবেক আইজিপি মামুন
এবং কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপারকে নির্দেশ দেন, বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে সাইদের প্রতিবন্ধকতা যাচাই করে আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতে।
এ মামলায় আরও কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আগামী ২৫ সেপ্টেম্বর মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য রয়েছে। এর আগে আদালতে সাইদের প্রতিবন্ধকতা সংক্রান্ত বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে তার জামিন শুনানি হবে।
এসডি/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: মামুন

রাতের ভোটসহ জবানবন্দিতে যা বললেন সাবেক আইজিপি মামুন

বিচার বিভাগের নিয়ন্ত্রণ ফের সুপ্রিম কোর্টের হাতে

হাবিব-মনিরের নেতৃত্বে পুলিশে দুটি গ্রুপ গড়ে উঠেছিল: সাবেক আইজিপি মামুন
