সন্ধ্যার আগেই বজ্রসহ বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫৪ পিএম, ৩রা সেপ্টেম্বর ২০২৫

সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকায় বৃষ্টিহীন আবহাওয়া বিরাজ করছে। তবে আগামী ছয় ঘণ্টায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে কমতে পারে তাপমাত্রাও।
আরও পড়ুন: কেমন থাকবে আজকের তাপমাত্রা
বুধবার (৩ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়,ঢাকা ও আশপাশের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এর সঙ্গে হালকা কিংবা মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
এ সময়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে দুপুর ১২টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা ছিলো ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। আদ্রতা ছিল ৫৩ শতাংশ।
আরও পড়ুন: আবারও লঘুচাপের আশঙ্কা, আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস
এছাড়া মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে।
এসডি/