সুষ্ঠু নির্বাচন হলে ডাকসুতে জয় পাবে ছাত্রদল: রিজভী


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২:৫৭ পিএম, ৩রা সেপ্টেম্বর ২০২৫


সুষ্ঠু নির্বাচন হলে ডাকসুতে জয় পাবে ছাত্রদল: রিজভী
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অবাধ ও সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হলে ছাত্রদলের প্যানেলই জয়ী হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।


বুধবার (৩ সেপ্টেম্বর) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও র‌্যালির আগে তিনি এ মন্তব্য করেন।


আরও পড়ুন: শেখ হাসিনা দেশ থেকে পালালেও শয়তানি ছাড়েনি: মির্জা ফখরুল


রিজভী বলেন, “আন্দোলন, সংগ্রাম ও নীতি-আদর্শের সংগঠন হলো ছাত্রদল। ঢাবির শিক্ষার্থীরা যদি মুক্তভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তবে ছাত্রদলই বিজয়ী হবে।”


জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি নিয়ে সমালোচনা করে তিনি আরও বলেন, “এখন হঠাৎ করে কোনো কোনো রাজনৈতিক দল অনেক কথা বলছে। ভাই, পিআর পদ্ধতি কী? কোনো জনগণ বলতে পারবে? গ্রামের মানুষ, এ দেশের সাধারণ মানুষ কি বলতে পারবে? এটা তো কখনো ব্যবহার করা হয়নি। এর কোনো দৃষ্টান্ত নেই। এটি তো জনগণ চায় না।”


আরও পড়ুন: জাতীয় পার্টি হাসিনার ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে সহযোগিতা করেছে: রিজভী


আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খোন্দকার আবু আশফাক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নিপুণ রায়।


এছাড়া উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু, তমিজ উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাহিদুল কবির, ডা. জাহাঙ্গীর, ডা. জাহাঙ্গীর হোসেন ও ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদ আওয়াল প্রমুখ।


এএস