জাতীয় পার্টি হাসিনার ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে সহযোগিতা করেছে: রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১৬ পিএম, ২রা সেপ্টেম্বর ২০২৫

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জাতীয় পার্টি (জাপা) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা ও টিকিয়ে রাখতে প্রত্যক্ষ সহযোগিতা করেছে।
তার মতে, যারা এ ধরনের কর্মকাণ্ডে সহায়তা করেছে, তাদের আইনের আওতায় আনা উচিত।
আরও পড়ুন: খালের কুমির ১৭ বছর যন্ত্রণা দিয়ে এখন দিল্লিতে পালিয়েছে: গয়েশ্বর
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, "যারা ফ্যাসিবাদের অনুসারী, তাদের নিরাপত্তার দায়িত্ব বিএনপি নেবে না। গণতান্ত্রিক সমাজে সমালোচনা ও মতপ্রকাশের অধিকার সবার রয়েছে। কিন্তু ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলা ছিল অত্যন্ত ন্যাক্কারজনক।"
আরও পড়ুন: বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ডিএমপি
তিনি আরও অভিযোগ করেন, তারেক রহমানকে কারাগারে পাঠানোর পেছনে উদ্দেশ্য ছিল গোটা জাতিকে দুর্বল করে দেওয়া।
এএস