টেবিল টেনিসে মেতে উঠল গাকৃবি


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:২৩ পিএম, ৩রা সেপ্টেম্বর ২০২৫


টেবিল টেনিসে মেতে উঠল গাকৃবি
ছবি: প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) স্পোর্টস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হল ২০২৫ সালের টেবিল টেনিস টুর্নামেন্টের রোমাঞ্চকর ফাইনাল। 


মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নতুন কৃষি অনুষদের নিচতলায় অনুষ্ঠিত এ ম্যাচে শিক্ষার্থীদের উচ্ছ্বাস আর করতালিতে মুখর হয়ে ওঠে ক্যাম্পাস।


ফাইনাল ম্যাচ শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। 


বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে তিনি বলেন, “শুধু পাঠ্যজ্ঞানই যথেষ্ট নয়; আদর্শ মানবসম্পদ গড়তে হলে দরকার শারীরিক ও মানসিক বিকাশের সমন্বয়। খেলাধুলা আমাদের শৃঙ্খলা ও পরিশ্রমের মূল্য আর দলগত চেতনা শেখায়।”


নারী এককে চ্যাম্পিয়ন হলেন- মুশতারী মহল জান্নাতী এবং রানার-আপ ফারজানা ইয়াসমিন। পুরুষ এককে শিরোপা জেতেন মো. নাজিউর রহমান, আর রানার-আপ মো. মারুফ হোসেন তিয়াল। 




পুরস্কার হাতে পেয়ে নাজিউর বলেন, “এই প্রতিযোগিতা শুধু খেলাই নয়, সহনশীলতা ও নিজেকে ছাড়িয়ে যাওয়ার শিক্ষা দিয়েছে।”


টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে সভাপতিত্ব করেন পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান। 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম এবং রেজিস্ট্রার মো. আবদুল্লাহ মৃধা। 


এছাড়া উপস্থিত ছিলেন পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মো. মসিউল ইসলাম ও শারীরিক শিক্ষা শাখার কর্মকর্তাসহ শিক্ষক-শিক্ষার্থীরা।




রেজিস্ট্রারের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। তিনি বলেন, “শিক্ষার্থীদের মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। গাকৃবি স্পোর্টস ক্লাবের ধারাবাহিক আয়োজন বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরব।”


আত্মবিশ্বাস ও উৎসবমুখর পরিবেশে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হয় টুর্নামেন্ট। 


গাকৃবি স্পোর্টস ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে আরও বৃহৎ আকারে ক্রীড়া আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াচর্চাকে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।


এসএ/