বিশ্বব্যাপী হঠাৎ অচল চ্যাটজিপিটি সেবা
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০৭:২২ পিএম, ৩রা সেপ্টেম্বর ২০২৫

কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর বহুল ব্যবহৃত চ্যাটবট চ্যাটজিপিটি হঠাৎ করেই বিশ্বজুড়ে পরিষেবা বিঘ্নের মুখে পড়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) থেকে ভারতসহ একাধিক দেশের ব্যবহারকারীরা কয়েক ঘণ্টা ধরে সেবাটি ব্যবহার করতে না পারার অভিযোগ জানান।
অভিযোগ পাওয়া গেছে, অনেকের ক্ষেত্রে চ্যাটজিপিটির ওয়েবসাইট খুললেও কোনো উত্তর আসছে না। আবার কেউ কেউ জানিয়েছেন, ওয়েবসাইটই খোলেনি। জনপ্রিয় ওয়েবসাইট মনিটরিং প্ল্যাটফর্ম ডাউন ডিটেক্টর-এ এক ঘণ্টার মধ্যেই ৬০০-এর বেশি অভিযোগ রেকর্ড হয়।
আরও পড়ুন: বাজারে আসছে আইফোন ১৭ প্রো ম্যাক্স, দাম কত জেনে নিন
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (টুইটার) ব্যবহারকারীরা তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন। একজন লিখেছেন, “প্রশ্নের জবাব দিচ্ছে না চ্যাটজিপিটি।”
আরেকজন জানান, “আমার মন খারাপ, কারণ আমার কাজের সঙ্গী চ্যাটজিপিটি ডাউন।” আরও অনেকে এটিকে আগে না পাওয়া এক বিরল অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেছেন।
আরও পড়ুন: ইউটিউব ব্যবহারকারীদের জন্য বড় সুখবর
ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোও এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। তবে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি। ঠিক কতগুলো দেশে এ সমস্যা দেখা দিয়েছে, তাও নিশ্চিতভাবে জানা যায়নি।
বিশেষজ্ঞরা ধারণা করছেন, পরিষেবা স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে।
এএস