বিদেশ যেতে পারবেন না জি এম কাদের ও তার স্ত্রী


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:২৩ পিএম, ৪ঠা সেপ্টেম্বর ২০২৫


বিদেশ যেতে পারবেন না জি এম কাদের ও তার স্ত্রী
ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের ও তার স্ত্রী শেরীফা কাদেরের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর ভারপ্রাপ্ত সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক ইব্রাহীম মিয়া এ আদেশ দেন।


দুদক জানিয়েছে, মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে জি এম কাদেরের বিরুদ্ধে অনুসন্ধান চলছে। এর অংশ হিসেবে দম্পতির বিদেশযাত্রা নিষিদ্ধ করা হয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।


আরও পড়ুন: ত্রয়োদশ জাতীয় নির্বাচন: বাড়ছে শাস্তির মাত্রা, নিষিদ্ধ পোস্টার ব্যবহার


অভিযোগে বলা হয়েছে, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিতে ১৮ কোটি ১০ লাখ টাকা ঘুষ গ্রহণ করা হয়। এতে মূল সুবিধাভোগী ছিলেন তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের। অর্থ প্রদানে জটিলতা সৃষ্টি হওয়ায় অধ্যাপক মাসুদা এম রশীদ চৌধুরীকে দলীয় পদ থেকে অপসারণ করা হয় এবং পরবর্তীতে কাদেরের স্ত্রী শেরীফা কাদের সংসদ সদস্য হন।


দুদকের দাবি, জি এম কাদের দলীয় পদ বাণিজ্য ও মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে বিপুল অর্থ সংগ্রহ করে বিদেশে পাচার করেছেন। বর্তমানে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটিতে ৩০১ জন সদস্য থাকার কথা থাকলেও সংখ্যা বেড়ে ৬০০-র বেশি হয়েছে, যা পদ বিক্রির প্রমাণ হিসেবে উল্লেখ করা হয়েছে।


আরও পড়ুন: আন্তর্জাতিক ব্যাংকিং ও আর্থিক নিয়ম-কানুনের সমালোচনায় প্রধান উপদেষ্টা


২০২৪ সালের দ্বাদশ জাতীয় নির্বাচনের হলফনামা অনুযায়ী, জি এম কাদেরের নামে নগদ প্রায় ৫০ লাখ টাকা, ব্যাংকে ৩৬ লাখ টাকা এবং প্রায় ৮৫ লাখ টাকার একটি জিপ গাড়ি রয়েছে। অপরদিকে, শেরীফা কাদেরের নামে নগদ ৫৯ লাখ টাকা, ব্যাংকে ২৮ লাখ টাকা, একটি ৮০ লাখ টাকার গাড়ি এবং ঢাকাসহ লালমনিরহাটে জমি ও ফ্ল্যাট রয়েছে।


উল্লেখ্য, জি এম কাদের ১৯৯৬ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ছাড়াও ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন।


এএস