আপিল বিভাগের রায়ে ন্যায়বিচার মিলেছে: ব্যারিস্টার কায়সার কামাল


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:৩০ পিএম, ৪ঠা সেপ্টেম্বর ২০২৫


আপিল বিভাগের রায়ে ন্যায়বিচার মিলেছে: ব্যারিস্টার কায়সার কামাল
ছবি: সংগৃহীত

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিল বিভাগের দেওয়া খালাসের রায়কে ন্যায়বিচারের প্রতিফলন হিসেবে উল্লেখ করেছেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।


বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, শেখ হাসিনা রাজনৈতিক প্রতিহিংসা থেকে তারেক রহমানকে মামলায় অন্তর্ভুক্ত করেছিলেন। তবে সর্বোচ্চ আদালতের মাধ্যমে প্রমাণিত হলো তিনি নির্দোষ।


আরও পড়ুন: তারেক রহমান-বাবরসহ সব আসামির খালাস বহাল রাখল আপিল বিভাগ


তিনি আরও বলেন, এই রায়ের মাধ্যমে পরিষ্কার হয়েছে- শেখ হাসিনা প্রকৃত অপরাধীদের বিচার চাননি, বরং রাজনৈতিক উদ্দেশ্যে মামলার মোড় ঘুরিয়েছিলেন। বিএনপির পক্ষ থেকে আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।


এদিন সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চ হাইকোর্টের দেওয়া খালাসের রায় বহাল রাখেন। এর ফলে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামি খালাস পান।


আরও পড়ুন: ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা আগামীকাল


আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এস এম শাহজাহান ও অ্যাডভোকেট শিশির মনির। অপরদিকে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হকসহ অন্যান্যরা।


২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় ২৪ জন নিহত হন। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করা হয়েছিল।


এএস