মাথার খুলি ফ্রিজে, ব্যান্ডেজে লেখা ‘হাড় নেই, চাপ দেবেন না’


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:১৯ পিএম, ৪ঠা সেপ্টেম্বর ২০২৫


মাথার খুলি ফ্রিজে, ব্যান্ডেজে লেখা ‘হাড় নেই, চাপ দেবেন না’
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষে গুরুতর আহত সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মামুন মিয়ার মাথায় অস্ত্রোপচারে খুলির একটি অংশ অপসারণ করতে হয়েছে। মাথায় মোড়ানো সাদা ব্যান্ডেজে কালো কালিতে লেখা রয়েছে— “হাড় নেই, চাপ দেবেন না”। ভুলবশত কেউ যাতে মাথায় হাত না দেয়, সে জন্যই এই সতর্কবার্তা লিখে দেওয়া হয়েছে।


বর্তমানে মামুন নগরের পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থার উন্নতি হলেও খুলির ক্ষত এখনো জোড়া লাগেনি। 


বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ হুমায়ুন কবীর জানান, মামুন এখন স্বাভাবিকভাবে খাবার খাচ্ছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।


আরও পড়ুনঋণের চাপে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন শিক্ষক


গত রোববারের সংঘর্ষে মামুনসহ আরও দুই শিক্ষার্থী গুরুতর আহত হন। তাদের সবাইকে আইসিইউতে রাখা হয়েছিল। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ পাঁচ দিন ধরে লাইফ সাপোর্টে রয়েছেন।


চিকিৎসকেরা জানিয়েছেন, তার কনশাস লেভেল ৬, যেখানে স্বাভাবিক মানুষের ১৫। এটি ১০-এর ওপরে না যাওয়া পর্যন্ত তাকে ঝুঁকিমুক্ত বলা যাবে না। 


অন্যদিকে, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নাইমুল ইসলামকে ভাসকুলার ইনজুরির কারণে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।


গত শনিবার দিবাগত রাত থেকে রোববার দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া হয়। এক ছাত্রীকে মারধরের অভিযোগ থেকেই এ ঘটনার সূত্রপাত। সংঘর্ষে সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন, প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফসহ অন্তত ২০০ শিক্ষার্থী আহত হন। স্থানীয় বাসিন্দাদের দাবি, তাঁদেরও ১০–১২ জন আহত হয়েছেন।


এসএ/