আরও তিন দল নিশ্চিত করল ২০২৬ বিশ্বকাপ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৩:৩৫ পিএম, ৫ই সেপ্টেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসতে যাচ্ছে ২০২৬ বিশ্বকাপের আসর। এবারই প্রথম ৪৮ দল অংশ নেবে এ প্রতিযোগিতায়। ইতোমধ্যে স্বাগতিকসহ ১৬টি দেশ নিশ্চিত করেছে মূলপর্বে খেলার জায়গা।
আরও পড়ুন: ফিফা বিশ্বকাপের টিকিটের দাম প্রকাশ
শুক্রবার দক্ষিণ আমেরিকার বাছাইপর্বে জয় ও ড্রয়ের মাধ্যমে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে উরুগুয়ে, কলম্বিয়া ও প্যারাগুয়ে। এর আগে আর্জেন্টিনা, ব্রাজিল ও ইকুয়েডর টিকিট নিশ্চিত করেছিল।
আরও পড়ুন: এশিয়া কাপ ক্রিকেটের টিকিট বিক্রি শুরু, অনলাইনে যেভাবে পাবেন
এশিয়া থেকে জায়গা নিশ্চিত করেছে জাপান, ইরান, জর্ডান, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান ও অস্ট্রেলিয়া। ওশেনিয়া থেকে উঠেছে নিউজিল্যান্ড। আর স্বাগতিক হিসেবে সরাসরি বিশ্বকাপে রয়েছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।
আরএক্স/