৫ বিভাগে বৃষ্টির পূর্বাভাস, ভারী বর্ষণেরও শঙ্কা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০৩ পিএম, ৬ই সেপ্টেম্বর ২০২৫

মৌসুমি বায়ুর প্রভাব কিছুটা কমে আসায় দেশে বৃষ্টিপাত কমে গিয়েছে এবং গরম বেড়েছে।
তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) থেকে দেশে বৃষ্টি আবারও বাড়তে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
আরও পড়ুন: দেশের ছয় অঞ্চলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে দেওয়া পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায়ও এমন বৃষ্টি হওয়ার আভাস রয়েছে। এসব অঞ্চলের কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।
শনিবার (৬ সেপ্টেম্বর) একই ধারা বজায় থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কয়েকটি এলাকায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রোববার ও সোমবারও একই পরিস্থিতি থাকতে পারে। আর মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সারাদেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণ দেখা দিতে পারে।
আরও পড়ুন: সন্ধ্যার আগেই বজ্রসহ বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
এর আগে শুক্রবার দুপুরে আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, আগামী ৯ সেপ্টেম্বরের পর বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। তবে ততদিন পর্যন্ত অনেক এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও বৃষ্টিহীন অঞ্চলে গরম বেশি অনুভূত হবে।
এএস