আজ বিশ্ব দাড়ি দিবস: ব্যক্তিত্ব ও স্টাইল বাড়াতে যত্ন নিন দাড়ির
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০১:৪৮ পিএম, ৬ই সেপ্টেম্বর ২০২৫

একসময় পুরুষদের স্মার্টনেসের প্রতীক ছিল ক্লিন শেভ। কিন্তু সময়ের সঙ্গে ফ্যাশনের ধারা বদলেছে। এখন দাড়ি শুধু ফ্যাশন নয়, বরং ব্যক্তিত্ব ও রুচির প্রতীক হয়ে উঠেছে।
হলিউড-বলিউড অভিনেতা থেকে শুরু করে খেলোয়াড়, অনেকেই দাড়ি রেখে নিজস্ব স্টাইল তুলে ধরছেন। লিওনেল মেসি ও বিরাট কোহলির দাড়ি ইতোমধ্যেই তাদের স্বকীয়তার পরিচায়ক।
আরও পড়ুন: দীঘিনালার পাহাড়ি জনপদে শরতের কাশফুলে সাদা শুভ্রতার মেলা
বিশ্বব্যাপী প্রতি বছর সেপ্টেম্বরের প্রথম শনিবার পালিত হয় বিশ্ব দাড়ি দিবস। এর সূচনা হয় ২০১০ সালে। আজ (৬ সেপ্টেম্বর) সেই বিশেষ দিন।
দাড়ির জনপ্রিয় স্টাইলগুলোর মধ্যে রয়েছে স্টাবল কাট, ট্রিমড কাট, করপোরেট বিয়ার্ড ও লুম্বারজ্যাক বিয়ার্ড। তবে শুধু দাড়ি রাখা নয়, এর সঠিক যত্নও জরুরি।
আরও পড়ুন: অধিকাংশ রোগের প্রাকৃতিক চিকিৎসক পেঁপে
দাড়ির যত্নের কিছু সহজ উপায়
১. নিয়মিত পরিষ্কার: সপ্তাহে ২–৩ বার দাড়ি শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। কন্ডিশনার ব্যবহার করলে দাড়ি হবে আরও নরম ও স্বাস্থ্যকর।
২. ময়েশ্চারাইজ করা: বিয়ার্ড অয়েল বা ঘরোয়া তেল ব্যবহার করুন। যেমন- অলিভ অয়েল, নারিকেল তেল ও আমন্ড অয়েল একসাথে মিশিয়ে ব্যবহার করলে দাড়ি পুষ্টি পাবে ও নরম হবে।
৩. ঘরোয়া মাস্ক: অ্যাপেল সিডার ভিনেগার বা লেবুর রস ও নারিকেল তেলের মিশ্রণ দাড়িকে স্বাস্থ্যোজ্জ্বল রাখবে। অ্যালোভেরা জেলও ব্যবহার করা যেতে পারে।
৪. নিয়মিত আঁচড়ানো: ছোট চিরুনি দিয়ে নিয়মিত আঁচড়ালে দাড়ি জটমুক্ত ও সুন্দরভাবে শেপে থাকবে।
দাড়ির উপকারিতা
১. মুখকে ক্ষতিকর ব্যাকটেরিয়া থেকে সুরক্ষা দেয়।
২. গলার রোগের ঝুঁকি কমায়।
৩. শরীরের তাপমাত্রা ধরে রাখতে সাহায্য করে।
আরও পড়ুন: কিডনি রোগ প্রতিরোধে সাহায্য করে উপকারী ৩টি ফল
আজকের দিনে দাড়ি শুধুই স্টাইল নয়, বরং স্বাস্থ্য ও ব্যক্তিত্বের প্রতীক।
এএস