এবার হোয়াটসঅ্যাপে যুক্ত হলো নতুন এআই ফিচার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২৬ পিএম, ৬ই সেপ্টেম্বর ২০২৫

মেটার মালিকানাধীন বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ ব্যবহার করেন এই অ্যাপ। এর মাধ্যমে ব্যবহারকারীদের ছবি, এবং ভিডিও শেয়ার করতে পোল পরিচালনা করা যায়। এ ছাড়া ব্যক্তিগত কাজ ছাড়াও ব্যবসায়িক, অফিসের কাজে এই অ্যাপটি নিয়মিত ব্যবহার করা হচ্ছে।
মেসেজ লেখার সময় বানান ভুল কিংবা গুছিয়ে না বলার ঝামেলা থেকে মুক্তি দিতে হোয়াটসঅ্যাপ নিয়ে এলো নতুন এআই সুবিধা ‘মেটা এআই রাইটিং হেল্প’।
নতুন এই ফিচারটি ব্যবহারকারীর লেখার সহকারী হিসেবে কাজ করবে। মেসেজ টাইপ করার সময় টাইপ বক্সে একটি পেন্সিল আইকন দেখা যাবে। সেখানে ট্যাপ করলেই এআই ৩-৪টি ভিন্ন স্টাইলে লেখার সাজেশন দেবে।
আরও পড়ুন: ইলন মাস্ককে নজিরবিহীন বেতন প্যাকেজ প্রস্তাব করেছে টেসলা
কোন কোন স্টাইল পাওয়া যাবে?
প্রফেশনাল– অফিস বা কাজের যোগাযোগের জন্য
ফানি– বন্ধুদের সঙ্গে মজার চ্যাটে
সাপোর্টিভ– সহানুভূতিশীল বা উৎসাহমূলক বার্তার জন্য
প্রুফরিড– বানান ও ব্যাকরণ ঠিক করার জন্য।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই ফিচার কেবলমাত্র সাজেশন দেবে, কোনো মূল বার্তা সংরক্ষণ করবে না। ফলে ব্যবহারকারীরা থাকবেন সম্পূর্ণ নিরাপদ ও প্রাইভেট।
আরও পড়ুন: গুগলকে ৩.৫ বিলিয়ন ডলার জরিমানা করেছে ইইউ
কারা সবচেয়ে বেশি উপকৃত হবেন?
শিক্ষার্থীরা– শিক্ষককে ইমেইল বা এসাইনমেন্ট পাঠানোর সময়
অফিসকর্মী ও পেশাজীবীর – ক্লায়েন্ট বা সহকর্মীদের সঙ্গে যোগাযোগে
সাধারণ ব্যবহারকারী– যারা প্রতিদিন চ্যাট করেন কিন্তু সবসময় সঠিকভাবে প্রকাশ করতে পারেন না।
কীভাবে ব্যবহার করবেন?
গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে হোয়াটসঅ্যাপ সর্বশেষ ভার্সন আপডেট করুন।
. যেকোনো চ্যাট খুলে মেসেজ টাইপ করতে শুরু করুন।
আরও পড়ুন: যে রাতের আকাশে দেখা যাবে ‘ব্লাড মুন’
. টাইপ বক্সে থাকা পেন্সিল আইকনে ট্যাপ করুন।
.পছন্দের স্টাইল (প্রফেশনাল, ফানি, সাপোর্টিভ বা প্রুফরিড) সিলেক্ট করুন।
. এক ক্লিকেই পাঠিয়ে দিন স্টাইলিশ মেসেজ।
হোয়াটসঅ্যাপের মতে, হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার শুধু বার্তা লেখায় সাহায্য করবে না, বরং ব্যবহারকারীদের যোগাযোগকে করবে আরও সহজ, স্টাইলিশ ও প্রভাবশালী।
এমএল/