প্রবীণ রাজনীতিক বদরুদ্দীন উমর আর নেই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪৭ এএম, ৭ই সেপ্টেম্বর ২০২৫

প্রবীণ বামপন্থি রাজনীতিক, লেখক ও গবেষক বদরুদ্দীন উমর আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আরও পড়ুন: ফ্যাসিবাদ রুখতে চাইলে ভালো ও আদর্শ রাজনীতি করতে হবে: সালাহউদ্দিন
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স গণমাধ্যমকে জানান, সকালে বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বদরুদ্দীন উমর ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন। রাজনৈতিক তাত্ত্বিক হিসেবে পরিচিত উমর বামপন্থি আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি লেখক, গবেষক ও বিশ্লেষক হিসেবে খ্যাতি অর্জন করেন। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন ও সংকটময় সময়ে তার বিশ্লেষণ বিশেষভাবে প্রাসঙ্গিক ছিল।
আরও পড়ুন: আওয়ামী লীগের লুটপাটে ধ্বংস হয়ে গেছে পাটকল: মঈন খান
১৯৩১ সালের ২০ ডিসেম্বর পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় এক উচ্চবিত্ত পরিবারে তার জন্ম। তার বাবা আবুল হাশিম অবিভক্ত বাংলায় মুসলিম লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
আরএক্স/