একাদশ শ্রেণিতে ভর্তি শুরু, ফি সর্বোচ্চ ৮৫০০ টাকা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:১৫ পিএম, ৭ই সেপ্টেম্বর ২০২৫


একাদশ শ্রেণিতে ভর্তি শুরু, ফি সর্বোচ্চ ৮৫০০ টাকা
ছবি: সংগৃহীত

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির চূড়ান্ত প্রক্রিয়া শুরু হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এ ভর্তি কার্যক্রম চলবে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত।


শনিবার একাদশে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের নিজ নিজ কলেজে গিয়ে নির্ধারিত ফি জমা দিয়ে ভর্তি হতে হবে। ভর্তির ফলাফলের কপি ওয়েবসাইটে লগইন করে ডাউনলোড করে কলেজে জমা দিতে হবে।


আরও পড়ুন: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান নিয়োগে আসছে বড় পরিবর্তন


বিজ্ঞপ্তি অনুযায়ী, ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পর আগামী ১৫ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।


চলতি বছরের নীতিমালা অনুসারে এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে- ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ও ইংরেজি ভার্সনে ৫ হাজার টাকা, ঢাকার বাইরের মেট্রোপলিটন এলাকায় ৩ হাজার টাকা, জেলা পর্যায়ে ২ হাজার টাকা এবং উপজেলা ও মফস্বল এলাকায় দেড় হাজার টাকা।


আরও পড়ুন: নতুন সুখবর পেলেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা


অন্যদিকে নন-এমপিওভুক্ত প্রতিষ্ঠানে সর্বোচ্চ ফি ধরা হয়েছে ৮ হাজার ৫০০ টাকা। এর মধ্যে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ভার্সনে ৭ হাজার ৫০০ টাকা ও ইংরেজি ভার্সনে ৮ হাজার ৫০০ টাকা, ঢাকার বাইরের মেট্রোপলিটন এলাকায় বাংলা ভার্সনে ৫ হাজার টাকা ও ইংরেজি ভার্সনে ৬ হাজার টাকা, জেলা পর্যায়ে বাংলা ভার্সনে ৩ হাজার টাকা ও ইংরেজি ভার্সনে আড়াই হাজার টাকা এবং উপজেলা-মফস্বল এলাকায় বাংলা ভার্সনে আড়াই হাজার টাকা ও ইংরেজি ভার্সনে ৩ হাজার টাকা।


এএস