প্রাথমিক বিদ্যালয়ে ছুটি কমানোর পরিকল্পনা করছে মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৪০ পিএম, ৭ই সেপ্টেম্বর ২০২৫

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বাৎসরিক ছুটি কমানোর উদ্যোগ নেওয়ার কথা ভাবছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
রবিবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
আরও পড়ুন: একাদশ শ্রেণিতে ভর্তি শুরু, ফি সর্বোচ্চ ৮৫০০ টাকা
তিনি বলেন, বছরে ৩৬৫ দিনের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে মাত্র ১৮০ দিন ক্লাস হয়। এর বাইরে বিভিন্ন শিক্ষা বহির্ভূত কাজে শিক্ষকদের সম্পৃক্ত রাখতে হয়, যা সামগ্রিক শিক্ষা কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলে। এ কারণে শিক্ষা ক্যালেন্ডারে থাকা ছুটির মধ্য থেকে কিছু ছুটি কমানোর চিন্তাভাবনা করা হচ্ছে। তবে সাপ্তাহিক ছুটি কমানো হবে না বলেও তিনি স্পষ্ট করেন।
শিক্ষকদের পদোন্নতি প্রসঙ্গে তিনি জানান, বিভিন্ন মামলার কারণে অনেক শিক্ষককে পদোন্নতি দেওয়া সম্ভব হচ্ছে না। বর্তমানে প্রায় ৩২ হাজার শিক্ষক প্রধান শিক্ষক পদে উন্নীত হওয়ার অপেক্ষায় আছেন। সেই সঙ্গে সমান সংখ্যক নতুন পদ সৃষ্টি করা হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান নিয়োগে আসছে বড় পরিবর্তন
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ হিসেবে ১৫০টি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালুর প্রস্তুতি সম্পন্ন হয়েছে। চলতি সেপ্টেম্বরের শেষ ভাগে অথবা অক্টোবরে এ কার্যক্রম শুরু হবে।
এ ছাড়া দেশের সাক্ষরতার হার প্রসঙ্গে ডা. বিধান রঞ্জন বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী ৭ বছর বা তদূর্ধ্ব জনগোষ্ঠীর সাক্ষরতার হার ৭৭ দশমিক ৯ শতাংশ। তবে এখনও ২২ দশমিক ১ শতাংশ মানুষ নিরক্ষর, যারা কখনও বিদ্যালয়ে ভর্তি হয়নি কিংবা প্রাথমিক শিক্ষা সম্পন্ন করার আগেই ঝরে পড়েছে।
এএস