সায়েমের জ্ঞান ফিরেছে, মামুনের খুলি এখনও ফ্রিজে


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ০১:৫৫ পিএম, ৭ই সেপ্টেম্বর ২০২৫


সায়েমের জ্ঞান ফিরেছে, মামুনের খুলি এখনও ফ্রিজে
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অর্থনীতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ সায়েম ছয় দিন পর লাইফ সাপোর্ট থেকে মুক্ত হয়েছেন। শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। এখন তিনি হাত-পা নাড়াচ্ছেন এবং পরিবারের সদস্যদের চিনতে পারছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।


হাসপাতাল সূত্র জানায়, শনিবার সকাল ১১টায় দ্বিতীয়বার মেডিকেল বোর্ড বসে। এতে নিউরোসার্জন ও নিউরোমেডিসিন বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। তাদের সিদ্ধান্তেই সায়েমের লাইফ সাপোর্ট সরিয়ে পরীক্ষামূলকভাবে পর্যবেক্ষণে রাখা হয়। বর্তমানে তার চেতনার মাত্রা ১০–এর কাছাকাছি, যেখানে স্বাভাবিক মানুষের মাত্রা ১৫। চিকিৎসকেরা জানিয়েছেন, কনশাস লেভেল ১০–এর ওপরে না যাওয়া পর্যন্ত তাকে পুরোপুরি আশঙ্কামুক্ত বলা যাবে না।


আরও পড়ুন: ঢাবি ছাত্রীরা ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছেন ৩ হাজার টাকা


পার্কভিউ হাসপাতালের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ হুমায়ুন কবীর জানান, সায়েমের অবস্থা আগের তুলনায় ভালো। তিনি পরিবারের সদস্যদের চিনতে পারছেন, হাত-পা নড়াচ্ছেন এবং দুজন বিশেষজ্ঞ চিকিৎসক তার অবস্থার ওপর নিয়মিত নজর রাখছেন।


অন্যদিকে একই ঘটনায় গুরুতর আহত সমাজতত্ত্ব বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র মামুন মিয়ার অবস্থারও কিছুটা উন্নতি হয়েছে। মাথায় রামদার কোপে তার খুলির একটি অংশ অপসারণ করতে হয়, যা বর্তমানে ফ্রিজে সংরক্ষিত আছে। সাদা ব্যান্ডেজে মাথা মোড়ানো মামুনের খুলি পুনঃস্থাপন করা হবে দুই থেকে আড়াই মাস পরে।


আরও পড়ুন: ডাকসু নির্বাচনের প্রচারণা শেষ আজ, ভোটগ্রহণ মঙ্গলবার


পার্কভিউ হাসপাতালের স্পেশালাইজড ইউনিটের ইনচার্জ ডা. সিরাজুল মোস্তফা বলেন, সায়েমের মাথায় ধারালো অস্ত্রের আঘাতে খুলির ভেতর রক্তনালী ছিঁড়ে গিয়েছিল, তবে এখন তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। মামুনও ধীরে ধীরে সুস্থতার দিকে এগোচ্ছেন, তবে স্বাভাবিক জীবনে ফিরতে দীর্ঘ সময় লাগতে পারে।


এএস