৪৭তম বিসিএস প্রিলিমিনারি ১৯ সেপ্টেম্বর, পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:১২ পিএম, ৭ই সেপ্টেম্বর ২০২৫


৪৭তম বিসিএস প্রিলিমিনারি ১৯ সেপ্টেম্বর, পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা
ছবি: সংগৃহীত

৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।


রবিবার (৭ সেপ্টেম্বর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, এমসিকিউ পদ্ধতিতে প্রিলিমিনারি পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে অনুষ্ঠিত হবে।


আরও পড়ুন: সহকারী জজ পদে নিয়োগ বিজ্ঞপ্তি


বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার হলে কোনো অবস্থায় বই-পুস্তক, ঘড়ি, মোবাইল ফোন, প্রোগ্রামেবল ক্যালকুলেটর, ইলেকট্রনিক ডিভাইস, গহনা, ব্রেসলেট বা ব্যাগ আনা যাবে না। নিষিদ্ধ সামগ্রীসহ কাউকে হলে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। প্রবেশপত্র যাচাইয়ের পাশাপাশি মেটাল ডিটেক্টরের সাহায্যে তল্লাশির পর প্রার্থীরা হলে প্রবেশ করবেন। এ বিষয়ে সকল পরীক্ষার্থীর মোবাইলে এসএমএস পাঠানো হবে।


পরীক্ষার সময় প্রার্থীদের কান খোলা রাখতে হবে। যদি কারও হিয়ারিং এইড ব্যবহার প্রয়োজন হয়, তবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শপত্রসহ কমিশনের পূর্বানুমোদন নিতে হবে। হলে নিষিদ্ধ সামগ্রী পাওয়া গেলে তা বাজেয়াপ্ত হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে। পাশাপাশি ভবিষ্যতের নিয়োগ পরীক্ষার জন্যও তিনি অযোগ্য ঘোষিত হবেন।


আরও পড়ুন: বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিয়োগ পরীক্ষা শনিবার


অন্যদিকে, হাজিরা তালিকা জোড়-বিজোড় রেজিস্ট্রেশন নম্বর ও দৈবচয়ন প্রক্রিয়ায় কক্ষভিত্তিক সাজানো হয়েছে। ফলে প্রার্থীদের আসন ও কক্ষ নির্ধারণ করতে কিছুটা সময় লাগতে পারে। এজন্য সকাল সাড়ে ৯টার মধ্যে পরীক্ষার্থীদের অবশ্যই হলে প্রবেশ করতে হবে, এরপর গেট বন্ধ হয়ে যাবে।


এএস