গণতন্ত্রের জন্য জীবন দিয়েও আন্দোলন ছাড়েনি বিএনপি: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫৫ পিএম, ৮ই সেপ্টেম্বর ২০২৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দলের নেতাকর্মীরা জীবন দিয়েছেন, নানা ত্যাগ স্বীকার করেছেন, কিন্তু কখনো আন্দোলন থেকে পিছিয়ে যাননি।
সোমবার (৮ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুন: পিআর পদ্ধতিতে নির্বাচন হলে প্রত্যেক ভোটারের মূল্যায়ন হবে: চরমোনাই পীর
তিনি বলেন, একসময় ফ্যাসিস্ট শক্তি মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিল। তখন ২৪ জুলাই তরুণসহ সাধারণ মানুষ রাজপথে নেমে এসে গণতন্ত্র রক্ষার আন্দোলনে অংশ নেয়। বিএনপির নেতৃত্বেই দেশের ইতিবাচক পরিবর্তন এসেছে, এসেছে ৩১ দফা কর্মসূচির মতো যুগান্তকারী উদ্যোগ।
মির্জা ফখরুল আরও বলেন, গত ১৫ বছরে ঠাকুরগাঁওয়ে ১২ জন বিএনপি নেতাকর্মী প্রাণ হারালেও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন থেকে কেউ সরে যায়নি। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রকে শক্তিশালী করার আহ্বান জানান।
আরও পড়ুন: তারেক রহমান ফিরলেই নির্বাচনী প্রচারণার অর্ধেক সম্পন্ন হবে: সালাহউদ্দিন
তিনি বলেন, "গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে, আর বিএনপির হাত ধরেই দেশে সব ইতিবাচক পরিবর্তন সাধিত হবে।"
সম্মেলনে বিকেলে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উল্লেখ্য, সর্বশেষ ২০১৭ সালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
এএস