Logo

তারেক রহমান ফিরলেই নির্বাচনী প্রচারণার অর্ধেক সম্পন্ন হবে: সালাহউদ্দিন

profile picture
জনবাণী ডেস্ক
৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৩২
64Shares
তারেক রহমান ফিরলেই নির্বাচনী প্রচারণার অর্ধেক সম্পন্ন হবে: সালাহউদ্দিন
ছবি: সংগৃহীত

তারেক রহমান দেশে ফিরলেই বিএনপির নির্বাচনী কার্যক্রম অর্ধেক সম্পন্ন হবে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বিজ্ঞাপন

তারেক রহমান দেশে ফিরলেই বিএনপির নির্বাচনী কার্যক্রম অর্ধেক সম্পন্ন হবে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

রবিবার (৭ আগস্ট) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে জাতীয়তাবাদী আয়কর আইনজীবী ফোরামের আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সালাহউদ্দিন আহমদ বলেন, “নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। সংসদীয় সরকারব্যবস্থার মাধ্যমে জাতির আশা-আকাঙ্ক্ষা পূরণ হবে।”

তিনি ধারণা দেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রমজানের এক সপ্তাহ আগে অথবা তারও আগে জাতীয় নির্বাচন হতে পারে। এ সময় যারা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন, তাদের উদ্দেশে তিনি বলেন, “দেশ এখন নির্বাচনী আবহে আছে, সারাদেশে নির্বাচনী আমেজ সৃষ্টি হয়েছে।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিএনপির এই নেতা আরও বলেন, “অতিশিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন। সেদিন বিএনপির প্রচারণা কার্যক্রম অর্ধেক সম্পন্ন হয়ে যাবে। কারণ প্রচারণাই নির্বাচনের মূল বিষয়। তার দেশে প্রত্যাবর্তন হবে একটি অবিস্মরণীয় ঐতিহাসিক ঘটনা।”

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD