সংসদ ভবন এলাকায় আ. লীগের মিছিল, নেতা আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৪৯ পিএম, ৭ই সেপ্টেম্বর ২০২৫

কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও আবারও মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে রাজধানীর সংসদ ভবন এলাকায় মিছিল থেকে সাবেক ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলামকে আটক করেছে পুলিশ।
তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন জানান, বিজয় সরণি মেট্রোরেল স্টেশনের নিচ থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল শুরু করে সংসদ ভবনের রাস্তা হয়ে খামারবাড়ির দিকে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাদারীপুরের শিবচরের বাসিন্দা সিরাজুল ইসলামকে ব্যানারসহ আটক করে।
আরও পড়ুন: ‘জয়’ বলে দেড় মাইল পরে ‘বাংলা’ উচ্চারণ করে আ. লীগ: সালাহউদ্দিন
এর আগে, শুক্রবার জুমার নামাজের পর তেজগাঁওয়ের নাবিস্কো এলাকায় ‘ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ’ ব্যানারে মিছিল করে দলটির নেতাকর্মীরা। এরও আগে ৩১ আগস্ট ধানমন্ডির রাফা প্লাজা থেকে শংকরের বাংলাদেশ আই হসপিটাল পর্যন্ত মিছিল করতে দেখা যায় তাদের।
সপ্তাহখানেক আগে গুলিস্তানের বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটেও আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীকে বিক্ষোভ করতে দেখা গিয়েছিল।
এএস
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

বাহাত্তরের সংবিধানের বিরুদ্ধে আজীবন লড়েছেন বদরুদ্দীন উমর: নাহিদ ইসলাম

গণতন্ত্রের জন্য জীবন দিয়েও আন্দোলন ছাড়েনি বিএনপি: মির্জা ফখরুল

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে প্রত্যেক ভোটারের মূল্যায়ন হবে: চরমোনাই পীর

তারেক রহমান ফিরলেই নির্বাচনী প্রচারণার অর্ধেক সম্পন্ন হবে: সালাহউদ্দিন
