Logo

‘জয়’ বলে দেড় মাইল পরে ‘বাংলা’ উচ্চারণ করে আ. লীগ: সালাহউদ্দিন

profile picture
জনবাণী ডেস্ক
৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৫০
39Shares
‘জয়’ বলে দেড় মাইল পরে ‘বাংলা’ উচ্চারণ করে আ. লীগ: সালাহউদ্দিন
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা এক জায়গায় ‘জয়’ বলার পর দেড় মাইল দূরে গিয়ে ‘বাংলা’ উচ্চারণ করেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বিজ্ঞাপন

আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা এক জায়গায় ‘জয়’ বলার পর দেড় মাইল দূরে গিয়ে ‘বাংলা’ উচ্চারণ করেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

রবিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র হত্যার ইতিহাস শুধু আওয়ামী লীগের। এখন তাদের অবস্থা এমন দাঁড়িয়েছে যে, এক জায়গায় জয় বলে দৌড়ে গিয়ে দেড় মাইল দূরে বাংলা বলতে হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আওয়ামী লীগ যেন আর রাজনীতিতে টিকে থাকতে না পারে, আগামীর নেতৃত্ব সেই রাজনৈতিক ধারাই দেবে। দেশের স্থিতিশীলতা আনতে নির্বাচন অপরিহার্য। নির্বাচনের মাধ্যমে সংসদীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে, যা জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করবে।

২০২৬ সালের ফেব্রুয়ারির রমজানের আগে বা তারও আগে জাতীয় নির্বাচন হতে পারে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, নির্বাচন ঘিরে দেশে ইতোমধ্যে আমেজ তৈরি হয়েছে। যারা বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের উদ্দেশ্যে বলছি, দেশ এখন নির্বাচনের পথে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সালাহউদ্দিন জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলেই নির্বাচন কার্যক্রম অর্ধেক সম্পন্ন হয়ে যাবে। কারণ তার প্রত্যাবর্তনের মধ্য দিয়েই প্রচারণার বড় অংশ এগিয়ে যাবে। তিনি বলেন, ‘‘তারেক রহমানের দেশে ফেরা হবে ঐতিহাসিক ও অবিস্মরণীয় ঘটনা।’’

জাতীয় ঐকমত্য কমিশন প্রসঙ্গে তিনি বলেন, বড় ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে সিদ্ধান্ত নিলে তা নির্বাচনে প্রতিবন্ধকতা তৈরি করবে। তাই যে বিষয়ে ঐকমত্য হবে, তা সংসদের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। এছাড়া জুলাই ঘোষণাপত্রে সবার স্বাক্ষর থাকবে এবং রাজনৈতিক দলগুলো তাদের ইশতেহারেও এ বিষয়ে প্রতিশ্রুতি দেবে।

বিজ্ঞাপন

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD