এনআইডি তথ্য ফাঁস: দুদকের অভিযানে অস্তিত্ব পায়নি দু’টি কোম্পানির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:২৩ পিএম, ৯ই সেপ্টেম্বর ২০২৫

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ফাঁস ও মানিলন্ডারিংয়ের অভিযোগে বেসরকারি প্রতিষ্ঠান ডিজিকনের তিনটি কোম্পানির বিরুদ্ধে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অভিযানে দেখা গেছে, তিন প্রতিষ্ঠানের মধ্যে দুটি কেবল নামসর্বস্ব, তাদের কার্যক্রমের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।
আরও পড়ুন: নিরপেক্ষতা না নিঃস্বার্থ সুবিধা, বিতর্কে দুদক পরিচালক
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে দুদকের প্রধান কার্যালয় থেকে এ অভিযান পরিচালনা করা হয়। নেতৃত্ব দেন সংস্থার উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম।
অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো হলো- ডিজিকন টেলিকমিউনিকেশন লিমিটেড, ডিজিকন গ্লোবাল সার্ভিসেস লিমিটেড এবং ডিজিকন টেকনোলজিস পিএলসি। মিরপুর-১২ নম্বরে অবস্থিত ডিজিকন টেকনোলজিস কার্যালয়ে গিয়ে দুদক কর্মকর্তারা কিছু নথি সংগ্রহ করেন। প্রতিষ্ঠানটি এখনও কলসেন্টার পরিচালনা করছে বলে জানা গেছে।
আরও পড়ুন: স্বেচ্ছাচারিতার মাস্টার মাইন্ড শিকারপুর ইউপি সচিব হানিফ
দুদক জানিয়েছে, সংগ্রহ করা নথিপত্র যাচাই-বাছাই শেষে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রস্তুত করা হবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে এনআইডি তথ্য ফাঁসের ঘটনায় গত বছরের অক্টোবরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও সাবেক আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা হয়।
আরও পড়ুন: সাবেক সচিব শফিকুল ইসলাম গ্রেপ্তার
অভিযোগে বলা হয়, তারা একটি সংগঠিত সিন্ডিকেটের মাধ্যমে নাগরিকদের এনআইডি তথ্য বাণিজ্যিকভাবে ব্যবহার করার সুযোগ দিয়ে জাতীয় নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্যের সুরক্ষা হুমকির মুখে ফেলেছিলেন।
এএস