ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের খসড়া প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩৭ পিএম, ১০ই সেপ্টেম্বর ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ নির্বাচনে কেন্দ্রের সংখ্যা নির্ধারণ করা হয়েছে ৪২ হাজার ৬১৮টি।
বুধবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
আরও পড়ুন: নতুন সরকারের মন্ত্রীদের জন্য কোনো গাড়ি কেনা হচ্ছে না: অর্থ উপদেষ্টা
তিনি বলেন, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৬১ লাখ ৬১ হাজার ২০১ জন। প্রতি ৩ হাজার ভোটারের জন্য একটি কেন্দ্র নির্ধারণ করে এবার মোট ৪২ হাজার ৬১৮টি কেন্দ্র চূড়ান্ত করা হয়েছে।
ইসি সচিব আরও জানান, পুরুষ ভোটারের জন্য ৬০০ জন করে ১ লাখ ১৪ হাজার ৯৩৯টি ভোটকক্ষ এবং নারী ভোটারের জন্য ৫০০ জন করে ১ লাখ ২৯ হাজার ১০৭টি কক্ষ বরাদ্দ করা হয়েছে। সব মিলিয়ে মোট ভোটকক্ষ দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৪৬টি।
আরও পড়ুন: দেশব্যাপী লোডশেডিং হতে যাচ্ছে, থাকবে কতদিন
তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ৪২ হাজার ১৫০টি। এবার তা বেড়ে হয়েছে ৪২ হাজার ৬১৮টি। খসড়া তালিকা প্রকাশের পর এ বিষয়ে দাবি-আপত্তি ২৫ সেপ্টেম্বর পর্যন্ত গ্রহণ করা হবে। আপত্তি নিষ্পত্তি করা হবে ১২ অক্টোবর, আর চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে আগামী ২০ অক্টোবর।
এএস