চার দাবিতে ইডেন কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ০৩:২৫ পিএম, ১১ই সেপ্টেম্বর ২০২৫

প্রস্তাবিত অধ্যাদেশের মাধ্যমে ইডেন মহিলা কলেজের সক্ষমতা সংকোচনের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আজিমপুরে কলেজের দুই নং গেটের সামনে তারা সড়ক অবরোধ করে চার দফা দাবি তুলে ধরেন।
শিক্ষার্থীদের পক্ষে নুরে তামান্না তাসফিয়া লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি জানান, দেড় শতাধিক বছরের ঐতিহ্যবাহী ইডেন কলেজ বর্তমানে প্রায় ১৫ হাজার ছাত্রী নিয়ে দেশের অন্যতম বৃহত্তম মহিলা শিক্ষা প্রতিষ্ঠান। প্রস্তাবিত কাঠামোয় আসন সংখ্যা মাত্র ২,০৮০ করা হলে হাজার হাজার মেধাবী নারী উচ্চশিক্ষার সুযোগ হারাবেন। শিক্ষার্থীরা এই সিদ্ধান্তকে নারী শিক্ষার জন্য মারাত্মক আঘাত এবং সংবিধান ও জাতীয় শিক্ষা নীতির পরিপন্থি হিসেবে দেখছেন।
তারা বলেন, কলেজের অবকাঠামো বিশেষভাবে নারী শিক্ষার্থীদের জন্য উপযোগী। ছেলে-মেয়েদের একসঙ্গে অধ্যয়ন শুরু হলে লাইব্রেরি, ওয়াশরুম, খেলার মাঠ, জিমনেশিয়ামসহ সব সুবিধা ভাগাভাগি করতে হবে, যা নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের জন্য ঝুঁকিপূর্ণ।
আরও পড়ুন: বিশেষ ফ্লাইটে দেশে ফিরছেন জামালরা
শিক্ষার্থীরা আরও উল্লেখ করেন, বাংলাদেশ সংবিধানের ১৫, ১৭, ১৯ ও ২৮ অনুচ্ছেদ এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য (SDG ৪.৩ ও ৪.৪) নারী-পুরুষ উভয়ের সমান ও মানসম্মত উচ্চশিক্ষার অধিকার নিশ্চিত করে। প্রস্তাবিত সংকোচন এসব নীতি ও আন্তর্জাতিক প্রতিশ্রুতির লঙ্ঘন।
শিক্ষার্থীদের চার দফা দাবি:
১. পুরাতন বাণিজ্য মেলা প্রাঙ্গণ বা ইডেন ক্যাম্পাসে স্বতন্ত্র ৭ কলেজ প্রশাসনিক ভবন স্থাপন।
২. ইডেন কলেজকে Degree Awarding Authority প্রদান, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ ও আধুনিক সুবিধা নিশ্চিত করা।
৩. ৭ কলেজের জন্য স্বতন্ত্র কলেজিয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা।
৪. আসন সংখ্যা কমানো নয়, বরং ইডেন কলেজকে স্বতন্ত্র মহিলা বিশ্ববিদ্যালয় ঘোষণা করা।
শিক্ষার্থীরা সতর্ক করে বলেন, ইডেন মহিলা কলেজের ঐতিহ্য ও নারী শিক্ষায় বিশেষ ভূমিকা সংরক্ষণ করে যেকোনো অধ্যাদেশ জারি করতে হবে; শিক্ষা কাঠামোতে সংকোচন কখনো মেনে নেওয়া হবে না।
এসএ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

দেশে প্রতিদিন প্রবাসী আয় আসছে ১১ কোটি ডলারেরও বেশি

হাসপাতালে নুরকে দেখতে গেলেন নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম

জাকসুর ফলাফল ঘোষণা নিয়ে যা জানালেন সদস্য সচিব

‘দিনের ভোট রাতে’ করে পুরস্কারস্বরূপ ফ্ল্যাট পাওয়া ১২ জনকে তলব
