অবৈধ দখলমুক্ত জবি এলাকা: পুলিশি অভিযানে জবি ছাত্রদলের সহযোগিতা
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ০৭:১১ পিএম, ১১ই সেপ্টেম্বর ২০২৫

সৃজন সাহা, জবি প্রতিনিধি: দীর্ঘদিনের ছাত্র-শিক্ষকদের অব্যাহত আন্দোলনের ফলস্বরূপ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও আশপাশের শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন এলাকা থেকে অবৈধ দোকানপাট, লেগুনা স্ট্যান্ড ও বাসস্ট্যান্ড উচ্ছেদে অভিযান শুরু হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অভিযানে সহযোগিতা করেছে জবি ছাত্রদল।
জবি শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচির পরপরই আইনশৃঙ্খলা বাহিনী এ উচ্ছেদ কার্যক্রম শুরু করে। এতে উপস্থিত ছিলেন সূত্রাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন। নেতৃত্ব দেন জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল।
সকাল ১১টায় জবি প্রধান ফটক থেকে বাহাদুর শাহ পার্ক পর্যন্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অবৈধ বাসস্ট্যান্ড ও টং দোকান অপসারণের দাবি জানিয়ে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসীরা। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জবি ছাত্রদলের নেতাকর্মীরাও উচ্ছেদ অভিযানে অংশ নেন।
অভিযানে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “আমাদের লড়াইয়ের ফল আজ দৃশ্যমান হলো। অবৈধ দখলদারিত্ব শুধু যানজটই নয়, আমাদের নিরাপত্তা ও শিক্ষার পরিবেশও ধ্বংস করছিল। প্রশাসনের সহযোগিতায় এ অভিযান সফল হয়েছে। আমরা প্রতিশ্রুতিবদ্ধ, ভবিষ্যতে এ এলাকায় আর কোনো অবৈধতা স্থান পাবে না।”
উচ্ছেদ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের সদস্য সচিব সামসুল আরেফিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হোসেন, মাহমুদুল হাসান খান, রবিউল আউয়াল, সজল মিয়া, তৌহিদ চৌধুরী, শাহীনুর ইসলাম টিটু, মোজাম্মেল হক ডেনি, ইমনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

জাকসুর ফলাফল ঘোষণা নিয়ে যা জানালেন সদস্য সচিব

জাকসু নির্বাচন বর্জন করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে ৪ প্যানেল ও ৫ স্বতন্ত্র প্রার্থী

জাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলল বামপন্থি প্যানেল

৩৩ বছর পর জাকসুতে ভোটগ্রহণ, এখন অপেক্ষা ফলাফলের
