৩৩ বছর পর জাকসুতে ভোটগ্রহণ, এখন অপেক্ষা ফলাফলের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০৫ পিএম, ১১ই সেপ্টেম্বর ২০২৫

দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৫টায় ভোটগ্রহণ শেষ হয়। এখন চলছে ভোট গণনা, আর শিক্ষার্থীরা অপেক্ষা করছেন ফলাফলের জন্য।
এবারের নির্বাচনে ছাত্রদল, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস), ইসলামী ছাত্রশিবির, বামপন্থি সংগঠন ও স্বতন্ত্রসহ মোট আটটি প্যানেল অংশ নেয়। তবে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জন করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল।
আরও পড়ুন: জাকসু নির্বাচন বর্জন করে কেন্দ্র ত্যাগ করলেন জাতীয়তাবাদী শিক্ষকেরা
মোট ১১ হাজার ৮৯৭ জন শিক্ষার্থী ভোটার হিসেবে তালিকাভুক্ত ছিলেন। কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে প্রায় ৫৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১০২ জন। বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে ২২৪টি বুথ স্থাপন করা হয়েছিল, যার মধ্যে ১১টি ছাত্রদের হলে এবং ১০টি ছাত্রীদের হলে।
৩৩ বছর পর অনুষ্ঠিত এই ভোটকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। এখন ফলাফলের ঘোষণার দিকেই তাকিয়ে আছেন সবাই।
এএস
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

জাকসু নির্বাচন বর্জন করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে ৪ প্যানেল ও ৫ স্বতন্ত্র প্রার্থী

অবৈধ দখলমুক্ত জবি এলাকা: পুলিশি অভিযানে জবি ছাত্রদলের সহযোগিতা

জাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলল বামপন্থি প্যানেল

জাকসু নির্বাচন বর্জন করে কেন্দ্র ত্যাগ করলেন জাতীয়তাবাদী শিক্ষকেরা
