জাকসু নির্বাচন বর্জন করে কেন্দ্র ত্যাগ করলেন জাতীয়তাবাদী শিক্ষকেরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৫৫ পিএম, ১১ই সেপ্টেম্বর ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জন করেছেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের তিন সদস্য। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টার আগেই তারা ভোটকেন্দ্র ত্যাগ করেন এবং পরে নির্বাচন কমিশন অফিসের সামনে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নাহরীন ইসলাম খান, অধ্যাপক নজরুল ইসলাম এবং অধ্যাপক শামীমা সুলতানা।
আরও পড়ুন: ব্যালট সরবরাহকারী প্রতিষ্ঠানটি জামায়াতের নয়, বরং বিএনপির: জিএস প্রার্থী মাজহারুল
এ সময় অধ্যাপক নাহরীন ইসলাম খান বলেন, “প্রশাসন শুরু থেকেই দায়িত্বজ্ঞানহীন আচরণ করছে। অনিয়ম, কারসাজি হচ্ছে। এরকম একটি নির্বাচনের দায়ভার নেওয়া ঠিক নয়। তাই প্রতিবাদের অংশ হিসেবে আমরা এই নির্বাচন বর্জন করেছি।”
এর আগে ছাত্রদল মনোনীত প্রার্থীরাও একই অভিযোগে জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দেন। বিকেল পৌনে ৪টায় মওলানা ভাসানী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে জিএস পদপ্রার্থী তানজিলা হোসেন বৈশাখী এ ঘোষণা দেন। তিনি অভিযোগ করেন, ছাত্রশিবিরের নেতাকর্মীরা সাংবাদিক সেজে রেস্ট্রিকটেড জোনে প্রবেশ করছে, অথচ অন্য প্রার্থীদের প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। এছাড়া শিবির নেত্রী মেঘলার কারচুপির কারণে একটি হলে ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়, কিন্তু প্রশাসন ব্যবস্থা নেয়নি।
আরও পড়ুন: ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ২৫
তিনি আরও অভিযোগ করেন, “নির্বাচন মনিটরিংয়ের দায়িত্ব জামায়াত সংশ্লিষ্ট একটি কোম্পানিকে দেওয়া হয়েছে, যারা সিসিটিভির সরাসরি সম্প্রচার করছে। এর মাধ্যমে শিবিরকে সুবিধা দেওয়া হয়েছে। প্রশাসন-শিবির মিলে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করছে। এতে শিক্ষার্থীদের রায়ের প্রতিফলন ঘটছে না।”
এএস
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

হাসপাতালে নুরকে দেখতে গেলেন নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম

জাকসুর ফলাফল ঘোষণা নিয়ে যা জানালেন সদস্য সচিব

জাকসু নির্বাচন বর্জন করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে ৪ প্যানেল ও ৫ স্বতন্ত্র প্রার্থী

অবৈধ দখলমুক্ত জবি এলাকা: পুলিশি অভিযানে জবি ছাত্রদলের সহযোগিতা
