Logo

জাকসু নির্বাচন বর্জন করে কেন্দ্র ত্যাগ করলেন জাতীয়তাবাদী শিক্ষকেরা

profile picture
জনবাণী ডেস্ক
১২ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:২৫
43Shares
জাকসু নির্বাচন বর্জন করে কেন্দ্র ত্যাগ করলেন জাতীয়তাবাদী শিক্ষকেরা
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জন করেছেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের তিন সদস্য।

বিজ্ঞাপন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জন করেছেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের তিন সদস্য। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টার আগেই তারা ভোটকেন্দ্র ত্যাগ করেন এবং পরে নির্বাচন কমিশন অফিসের সামনে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নাহরীন ইসলাম খান, অধ্যাপক নজরুল ইসলাম এবং অধ্যাপক শামীমা সুলতানা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় অধ্যাপক নাহরীন ইসলাম খান বলেন, “প্রশাসন শুরু থেকেই দায়িত্বজ্ঞানহীন আচরণ করছে। অনিয়ম, কারসাজি হচ্ছে। এরকম একটি নির্বাচনের দায়ভার নেওয়া ঠিক নয়। তাই প্রতিবাদের অংশ হিসেবে আমরা এই নির্বাচন বর্জন করেছি।”

এর আগে ছাত্রদল মনোনীত প্রার্থীরাও একই অভিযোগে জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দেন। বিকেল পৌনে ৪টায় মওলানা ভাসানী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে জিএস পদপ্রার্থী তানজিলা হোসেন বৈশাখী এ ঘোষণা দেন। তিনি অভিযোগ করেন, ছাত্রশিবিরের নেতাকর্মীরা সাংবাদিক সেজে রেস্ট্রিকটেড জোনে প্রবেশ করছে, অথচ অন্য প্রার্থীদের প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। এছাড়া শিবির নেত্রী মেঘলার কারচুপির কারণে একটি হলে ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়, কিন্তু প্রশাসন ব্যবস্থা নেয়নি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও অভিযোগ করেন, “নির্বাচন মনিটরিংয়ের দায়িত্ব জামায়াত সংশ্লিষ্ট একটি কোম্পানিকে দেওয়া হয়েছে, যারা সিসিটিভির সরাসরি সম্প্রচার করছে। এর মাধ্যমে শিবিরকে সুবিধা দেওয়া হয়েছে। প্রশাসন-শিবির মিলে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করছে। এতে শিক্ষার্থীদের রায়ের প্রতিফলন ঘটছে না।”

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD