ব্যালট সরবরাহকারী প্রতিষ্ঠানটি জামায়াতের নয়, বরং বিএনপির: জিএস প্রার্থী মাজহারুল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ব্যবহৃত ব্যালট পেপার নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ব্যবহৃত ব্যালট পেপার নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মাজহারুল ইসলাম দাবি করেছেন, ব্যালট সরবরাহকারী প্রতিষ্ঠানটি জামায়াতের নয়, বরং বিএনপি সমর্থিত ব্যক্তির মালিকানাধীন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) প্রক্টর অফিসের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ওএমআর ফরম যে প্রতিষ্ঠান থেকে কেনা হয়েছে সেটির নাম এইচআর সফট বিডি। এর প্রধান নির্বাহী রোকনুজ্জামান রনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি নেতাদের প্রচার ও সমর্থন দিয়ে আসছেন। তাহলে এই প্রতিষ্ঠানকে জামায়াতের বলা হচ্ছে কেন?”
বিজ্ঞাপন
আরও পড়ুন: ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ১০
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, বিষয়টি রাজনৈতিক প্রপাগান্ডা ছাড়া আর কিছু নয়। ভোটে ব্যবহৃত মেশিন বা ব্যালটে কোনো ত্রুটি থাকলে সেটি নিয়ে প্রশ্ন তোলা উচিত, কিন্তু প্রতিষ্ঠানকে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
অন্যদিকে, একই দিনে দুপুরে ভাসানী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী অভিযোগ করেন, নির্বাচন কমিশন প্রক্রিয়া অনুসরণ না করে জামায়াতের সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানের ব্যালট পেপার ব্যবহার করছে। এতে কারচুপির সুযোগ তৈরি হয়েছে বলে দাবি করে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তিনি বলেন, “আমরা নতুন ব্যালটে ভোটগ্রহণের দাবি জানিয়েছিলাম। কিন্তু কমিশন আমাদের দাবি মানেনি। ফলে এই পক্ষপাতমূলক নির্বাচনে অংশগ্রহণের কোনো যৌক্তিকতা নেই।”
এদিকে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলছে। এবারের নির্বাচনে ১১ হাজার ৮৯৭ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন প্রার্থী। বামপন্থি, ছাত্রশিবির, ছাত্রদল ও স্বতন্ত্রসহ মোট আটটি প্যানেল অংশ নিচ্ছে।
বিজ্ঞাপন
এএস








