ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ২৫

বরিশালের মুলাদী সরকারি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বিজ্ঞাপন
বরিশালের মুলাদী সরকারি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সংঘটিত এ ঘটনায় উভয়পক্ষে প্রায় ২৫ জন আহত হন। এর মধ্যে ছাত্রশিবিরের ২০ জন এবং ছাত্রদলের ৫ জন সদস্য রয়েছেন।
আহতদের মধ্যে ৬ জন শিবিরকর্মীকে উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
আহত শিবিরকর্মীদের অভিযোগ, ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠানের প্রস্তুতি সভা চলাকালে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালায়। অন্যদিকে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন ঢালী দাবি করেন, শিবির কর্মীরা তাদের ক্যাম্পাসে প্রবেশে বাধা দিয়ে ৫ জন নেতাকর্মীকে মারধর করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজসংলগ্ন বিএনপি কার্যালয়ে দলীয় কর্মীসভায় যোগ দিতে ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল করছিলেন। এ সময় শিবির কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ শুরু হয়। এতে উভয়পক্ষের ২৫ জন আহত হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এছাড়া জানা যায়, ডাকসু নির্বাচনে শিবির প্যানেল জয়ী হওয়ার পর থেকেই ক্যাম্পাসে প্রভাব বিস্তারের চেষ্টা চলছিল। এর জেরে আগের দিন থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
মুলাদী থানার ওসি মো. সফিকুল ইসলাম জানান, একাদশ শ্রেণির ফলাফল প্রকাশ অনুষ্ঠানে ছাত্রদলের কয়েক নেতা মঞ্চে থাকায় শিবির পক্ষ ক্ষোভ প্রকাশ করেছিল। এর ধারাবাহিকতায় সংঘর্ষ ঘটে। খবর পেয়ে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, ফলে বড় ধরনের অঘটন এড়ানো গেছে।
বিজ্ঞাপন
এএস








