ছাত্রদলের ভিপি প্রার্থীর অভিযোগ
“জামায়াতের প্রতিষ্ঠানের ব্যালট দিয়ে কেন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে?”
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৩৯ পিএম, ১১ই সেপ্টেম্বর ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী মো. শেখ সাদী হাসান।
তার দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসন জামায়াতে ইসলামীর একটি প্রতিষ্ঠানের সরবরাহ করা ব্যালট পেপার ও ওএমআর মেশিন ব্যবহার করছে, যা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে।
আরও পড়ুন: জাকসু নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন শিবিরের জিএস প্রার্থী
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মওলানা ভাসানী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভোটের আগের রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা যায়, নিয়মিত ক্রয় প্রক্রিয়া না মেনে ওই কোম্পানি থেকে সরঞ্জাম কেনা হয়েছে। তার অভিযোগ, ছাত্রশিবির সমর্থিত প্যানেলকে বিজয়ী করার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
শেখ সাদী জানান, শিক্ষক-শিক্ষার্থীদের চাপের মুখে নির্বাচন কমিশন ওএমআর মেশিনে ভোটগণনার সিদ্ধান্ত বাতিল করে ম্যানুয়ালি গণনার সিদ্ধান্ত নেয়। তবে একই প্রতিষ্ঠানের ব্যালট পেপার দিয়েই ভোটগ্রহণ চলছে।
আরও পড়ুন: জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল
তিনি প্রশ্ন রাখেন, “কেন জামায়াতের প্রতিষ্ঠানের ব্যালট দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে? শিবিরকে বিজয়ী করার জন্য এটি নীল নকশা ছাড়া আর কিছু নয়।”
এসময় তিনি নতুন ব্যালট পেপারে ভোটগ্রহণের দাবি জানিয়ে নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক ভূমিকার তীব্র সমালোচনা করেন।
এএস
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

জাকসু নির্বাচন বর্জন করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে ৪ প্যানেল ও ৫ স্বতন্ত্র প্রার্থী

অবৈধ দখলমুক্ত জবি এলাকা: পুলিশি অভিযানে জবি ছাত্রদলের সহযোগিতা

জাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলল বামপন্থি প্যানেল

৩৩ বছর পর জাকসুতে ভোটগ্রহণ, এখন অপেক্ষা ফলাফলের
