Logo

“জামায়াতের প্রতিষ্ঠানের ব্যালট দিয়ে কেন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে?”

profile picture
জনবাণী ডেস্ক
১২ সেপ্টেম্বর, ২০২৫, ০২:০৯
30Shares
“জামায়াতের প্রতিষ্ঠানের ব্যালট দিয়ে কেন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে?”
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী মো. শেখ সাদী হাসান।

বিজ্ঞাপন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী মো. শেখ সাদী হাসান।

তার দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসন জামায়াতে ইসলামীর একটি প্রতিষ্ঠানের সরবরাহ করা ব্যালট পেপার ও ওএমআর মেশিন ব্যবহার করছে, যা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মওলানা ভাসানী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভোটের আগের রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা যায়, নিয়মিত ক্রয় প্রক্রিয়া না মেনে ওই কোম্পানি থেকে সরঞ্জাম কেনা হয়েছে। তার অভিযোগ, ছাত্রশিবির সমর্থিত প্যানেলকে বিজয়ী করার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

শেখ সাদী জানান, শিক্ষক-শিক্ষার্থীদের চাপের মুখে নির্বাচন কমিশন ওএমআর মেশিনে ভোটগণনার সিদ্ধান্ত বাতিল করে ম্যানুয়ালি গণনার সিদ্ধান্ত নেয়। তবে একই প্রতিষ্ঠানের ব্যালট পেপার দিয়েই ভোটগ্রহণ চলছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি প্রশ্ন রাখেন, “কেন জামায়াতের প্রতিষ্ঠানের ব্যালট দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে? শিবিরকে বিজয়ী করার জন্য এটি নীল নকশা ছাড়া আর কিছু নয়।”

এসময় তিনি নতুন ব্যালট পেপারে ভোটগ্রহণের দাবি জানিয়ে নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক ভূমিকার তীব্র সমালোচনা করেন।

বিজ্ঞাপন

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD