Logo

জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল

profile picture
জনবাণী ডেস্ক
১২ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৪১
33Shares
জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল।

বিজ্ঞাপন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল। তাদের দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসন জামায়াতের সঙ্গে সমন্বয় করে শিবির সমর্থিত প্যানেলকে বিজয়ী করার চেষ্টা করছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টায় ভাসানী হলে এক জরুরি সংবাদ সম্মেলনে ছাত্রদল এই ঘোষণা দেয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে দুপুরে একই হলে আয়োজিত আরেক সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ সাদী হাসান অভিযোগ করেন, নির্বাচন কমিশন নিয়ম ভেঙে জামায়াতে ইসলামীর একটি অখ্যাত কোম্পানি থেকে ব্যালট পেপার ও ওএমআর মেশিন সংগ্রহ করেছে। তার অভিযোগ, ওই কোম্পানির সরবরাহকৃত ব্যালট দিয়ে ভোটগ্রহণ এবং গণনায় কারচুপি করা হচ্ছে।

তিনি আরও জানান, কারচুপির অভিযোগ প্রকাশ্যে এলে শিক্ষক-শিক্ষার্থীদের চাপের মুখে কমিশন ওএমআর মেশিনে ভোট গণনার পরিবর্তে ম্যানুয়ালি গণনার ঘোষণা দেয়। তবে একই কোম্পানির ব্যালটপেপার ব্যবহার করায় ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ছাত্রদল সমর্থিত প্যানেল এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে নির্বাচন কমিশনের ‘পক্ষপাতমূলক ভূমিকা’র নিন্দা জানায়।

প্রসঙ্গত, আজ সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত। এবারের নির্বাচনে ১১ হাজার ৮৯৭ শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন প্রার্থী। বামপন্থি, শিবির, ছাত্রদল ও স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে মোট আটটি প্যানেল গঠিত হয়েছে।

বিজ্ঞাপন

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD