Logo

জাকসুর পোলিং অফিসার জান্নাতুল ফেরদৌস মারা গেছেন

profile picture
জনবাণী ডেস্ক
১২ সেপ্টেম্বর, ২০২৫, ২০:২৫
212Shares
জাকসুর পোলিং অফিসার জান্নাতুল ফেরদৌস মারা গেছেন
ছবি: সংগৃহীত

সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন

বিজ্ঞাপন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন করা পোলিং অফিসার জান্নাতুল ফেরদৌসের মৃত্যু হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রভাষক ছিলেন তিনি।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে ভোট গণনার সময় গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, পোলিং অফিসার জান্নাতুল ফেরদৌস নির্বাচন কমিশন ভবনের ৩য় তলায় উঠার পরই করিডোরে সবার সামনে তিনি হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান। সহকর্মীরা দ্রুত তাকে অ্যাম্বুলেন্সে করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকরা জানান, জান্নাতুল ফেরদৌস কার্ডিয়াক অ্যাটাকের কারণে জ্ঞান হারানোর ৩০ সেকেন্ডের মধ্যেই মারা গেছেন। অপ্রত্যাশিত ঘটনায় উপস্থিত সবাই হতভম্ব হয়ে পড়েন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জান্নাতুল ফেরদৌস জাকসু ও প্রীতিলতা হল সংসদ নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্ব পালন করছিলেন বলে জানা গেছে।

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD