ইলিয়াস আলীর গুম নিয়ে নেত্র নিউজের খবর ভিত্তিহীন: র‌্যাব


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ইলিয়াস আলীর গুম নিয়ে নেত্র নিউজের খবর ভিত্তিহীন: র‌্যাব

বিএনপি নেতা ইলিয়াস আলী নিখোঁজ হবার বিষয়ে নেত্রনিউজের খবর ভিত্তিহীন বলে দাবি করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাজধানীর কাওরান বাজার মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ দাবি করেন।

কমান্ডার মঈন বলেন, নেত্র নিউজে র‌্যাবকে নিয়ে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন। বিএনপির নেতা ইলিয়াস আলীকে যখন থেকে পাওয়া যাচ্ছে না, তার স্ত্রী যখন আমাদের কাছে এসেছেন, আমরা সর্বোচ্চ আইনি সহযোগিতা করেছি। তিনি যেখানে যেখানে তার স্বামী অবস্থান করতে পারেন এমন সন্দেহ করেছেন বা তিনি যদি তথ্য দিয়েছেন র‌্যাবের টিম তার সহযোগিতায় খুঁজে বের করার চেষ্টা করেছে।

নেত্র নিউজের খবরে বলা হয়, আলোচিত বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের ঘটনায় খোদ র‌্যাব’র গোয়েন্দা শাখা বা ইন্টেলিজেন্স উইংয়ের সম্পৃক্ততা পেয়েছিল সংস্থাটিরই আরেকটি শাখা: র‌্যাব-১। অপহরণের স্থানটি তাদের আওতাধীন হওয়ায় গুম হওয়ার কিছুদিনের মধ্যেই ঘটনাটির তদন্তে নামে র‌্যাব-১।

এ বিষয়ে র‌্যাব’র লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক বলেন, নিউজে তাদের দেওয়া অধিকাংশ তথ্যই ভিত্তিহীন। এখানে তারা যেভাবে ডকুমেন্টেশন দেখিয়েছে, বিষয়টি সে রকম নয়। আমাদের যারাই তথ্য দিয়েছে, সেই অনুযায়ী আমরা অভিযান পরিচালনা করেছি। কারণ এটি আইনশৃঙ্খলা বাহিনীর একটি দায়িত্ব। আমরাও চেষ্টা করছি, ইলিয়াস আলীকে খুঁজে বের করার।’

ওআ/