সেন্ট মার্টিনে ধরা পড়ল ১৪০ কেজির বোল মাছ, ১ লাখ ৪০ হাজারে বিক্রি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


সেন্ট মার্টিনে ধরা পড়ল ১৪০ কেজির বোল মাছ, ১ লাখ ৪০ হাজারে বিক্রি

কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপে জেলের জালে ধরা পড়েছে ১৪০ কেজি ওজনের একটি বোল মাছ।

 শনিবার (২৩ এপ্রিল) সকাল ৮টার দিকে ডেইলপাড়া পয়েন্টে জেলে আব্দুর রশিদের (৩৫) টানা জালে মাছটি ধরা পড়ে। 

স্থানীয় ব্যবসায়ী মাহবুব খান জানান, শনিবার সকালে স্থানীয় জেলে রশিদ মাঝির জালে মাছটি ধরা পড়ে। স্থানীয় ব্যবসায়ী ও টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথের সার্ভিস ট্রলারের সাধারণ সম্পাদক সৈয়দ আলম মাছটি ১ লাখ ৪০ হাজার টাকায় কিনে নেন।

জেলে আবদুর রশিদ জানান, সকালে সেন্ট মার্টিনের প্রাসাদ প্যারাডা পয়েন্টে টানা জাল দিয়ে মাছ শিকার করছিলাম। প্রথম দিকে কয়েক দফা চেষ্টা করেও একটি মাছও ধরা যায়নি। কিন্তু বাড়ি ফেরার আগ মুহূর্তে শেষ প্রচেষ্টায় বিশাল ওজনের মাছটি ধরা পড়ে।

মাছের ক্রেতা সৈয়দ আলম বলেন, শখের বশে বড় বোল মাছটি কিনে নিয়েছি। তবে গত কয়েক বছরের মধ্যে এত বড় মাছ দ্বীপে ধরা পড়েনি। মাছটি ১ হাজার টাকা কেজি হিসেবে স্থানীয় বাজারে বিক্রি করার পরিকল্পনা আছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসাইন জানান, লোকজনের মাধ্যমে সেন্টমার্টিন দ্বীপে এক জেলের জালে বড় একটি মাছ ধরা পড়ার খবর জেনেছি। মৎস্য আহরণ বন্ধের নির্দেশনা মেনে চলার কারণে সাগরের মৎস্য সম্পদ বহুগুণ বৃদ্ধি পেয়েছে। 

ওআ/