গাছের সাথে বাবার হাত-পা বাঁধা লাশ উদ্ধার, ছেলে আটক
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
লক্ষ্মীপুরে গাছের সাথে হাত-পা বাঁধা অবস্থায় মিলন হোসেন নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত মিলন হোসেনের স্ত্রী জাহানারা বেগম ও ছেলে মোশারেফ হোসেনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৩ এপ্রিল) দুপুরে সদর উপজেলার দিঘলীর দক্ষিণ খাগুড়িয়া এলাকা থেকে মিলন হোসেনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মিলন হোসেন শনিবার রাতের খাবার খেয়ে ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সকালে গাছের সাথে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহত মিলন হোসেন ওই এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য তার বড় ছেলে ও স্ত্রীকে আটক করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসএ/