জাতির পিতার সমাধিতে বিসিক কর্মকর্তা সমিতির শ্রদ্ধা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
সর্বকালের সর্বশ্রষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) কর্মকর্তা সমিতি কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নব নির্বাচিত প্রতিনিধিগণ।
শনিবার (২৩ এপ্রিল) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিসিক কর্মকর্তা সমিতির নব নির্বাচিত সভাপতি অখিল রঞ্জন তরফদার ও মহাসচিব জি.এম. রব্বানী তালুকদারের নেতৃত্বে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় বিসিক কর্মকর্তা সমিতির নব নির্বাচিত প্রতিনিধিগণ, বিসিক জেলা কার্যালয়, গোপালগঞ্জের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত ১১ এপ্রিল ২০২২ তারিখে বিসিক প্রধান কার্যালয়সহ সারাদেশের ২১টি ভোটকেন্দ্রে বিসিক কর্মকর্তা সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিসিক কর্মকর্তাগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সভাপতি পদে জনাব অখিল রঞ্জন তরফদারকে এবং মহাসচিব পদে জনাব জি. এম. রব্বানী তালুকদারকে নির্বাচিত করে।
ভোট গণনা শেষে ১২ এপ্রিল বেসরকারী ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। ছয়টি বিভাগীয় সদস্যসহ মোট ২৭ জন সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের অন্যান্য পদে নির্বাচিতরা হলেন : সহ-সভাপতি পদে মোঃ দেলোয়ার হোসেন, সরোয়ার হোসেন ও মোহাম্মদ আনিস উদ্দিন , যুগ্ম মহাসচিব পদে মোঃ মেরাজ উদ্দিন , রওশন আরা মকবুল, অর্থ সম্পাদক পদে মোঃ আরিফ আলমগীর, সাংগঠনিক সম্পাদক পদে এ.কে.এম. ফজলুর রহমান , দপ্তর সম্পাদক মোঃ মিজানুর রহমান, প্রচার ও গবেষণা সম্পাদক পদে মোঃ আব্দুল বারিক, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ বদরুল হায়দার, ক্রীড়া সম্পাদক নাফিসা পারভীন , সমাজকল্যাণ সম্পাদক পদে মোঃ শাখাওয়াত হোসেন, ও লাকী আক্তার। সদস্য (সদর দপ্তর) পদে নির্বাচিত প্রতিনিধিগণ হলো মোঃ পারভেজ গাজী, বাঁধন কুমার সেন, , মোঃ নিজাম উদ্দিন , মোঃ ইকবাল ভূঁঞা, টি.এম. মইনুল হাসান, এবং মোঃ আকতার হোসেন দিদার।। এছাড়াও বিভাগীয় সদস্য (ঢাকা) মোঃ আলমগীর সিকদার, বিভাগীয় সদস্য (চট্টগ্রাম) মুহাম্মদ নুরুল আবছার , বিভাগীয় সদস্য (খুলনা) মোঃ গোলাম হাফিজ , বিভাগীয় সদস্য (রাজশাহী) শাহ মোহাম্মদ জোনায়েদ , বিভাগীয় সদস্য (সিলেট) ম. সুহেল হাওলাদার, বিভাগীয় সদস্য (বরিশাল) কাজী তোফাজ্জল হক পেয়ে নির্বাচিত হন।
পরিচালক (পরিকল্পনা ও গবেষণা) নেপাল চন্দ্র কর্মকার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে এ.এম. বজলুর রশীদ, উপমহাব্যবস্থাপক (অব:) ও বশীর আহমেদ, মহাব্যবস্থাপক (অব:) উক্ত নির্বাচন পরিচালনা করেন।
এসএ/