টাঙ্গাইলে চলন্ত সিলিং ফ্যান খসে পড়ে ২ শিশুর মৃত্যু


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


টাঙ্গাইলে চলন্ত সিলিং ফ্যান খসে পড়ে ২ শিশুর মৃত্যু

টাঙ্গাইলে ঘরের চলন্ত সিলিং ফ্যান খসে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন ওই ভাইয়ের মা। 

র‌বিবার (২৪ এ‌প্রিল ) দুপু‌রে জেলার ভুঞাপুর উপ‌জেলার নিকরাইল ইউ‌নিয়‌নের এক নম্বর পূর্নবাস‌ন এলাকার এলাকায় এই দুর্ঘটনা ঘ‌টে।

নিহত দুই ভাইয়ের নাম সামিজ (৬) ও সানি (৪ মাস)। তারা ওই এলাকার  ইউসুফের ছে‌লে। শিশুদের মায়ের নাম সা‌হিদা বেগম। 

ভুঞাপুর থানার অফিসার ইনচার্জ  মো. ফ‌রিদুল ইসলাম সাংবাদিকদের ব‌লেন, দুই শিশু নিহত হওয়ার খবর পে‌য়ে পু‌লিশ ঘটনাস্থ‌লে যা‌চ্ছে। কিভা‌বে ঘটনা ঘ‌টেছে সেটা এখনো জানা যায়‌নি। ওই শিশুদের মা‌কে উদ্ধার ক‌রে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

এসএ/