সাত হাজার নেতাকর্মীকে হত্যা করেছে সরকার: এমরান সালেহ প্রিন্স


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


সাত হাজার নেতাকর্মীকে হত্যা করেছে সরকার: এমরান সালেহ প্রিন্স

গত ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন দুপুরে বিএনপি নেতা আব্দুর রশিদকে আওয়ামী সন্ত্রাসীরা ভোটের দিন পিটেয়ে হত্যা করেছে। নির্বাচনের পরপরই ‘ভোটের আগের রাতে ভোট’ হয়েছে তার প্রতিবাদ করেছে। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সদর ইউনিয়নের ছনকান্দা হাই স্কুল  ভোট কেন্দ্রে জীবন দিতে হয় আওয়ামী সন্ত্রাসীরদের হাতে রশীদকে।

শনিবার (২৩ এপ্রিল) রাত ১১ টার সময় ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌরসদরে পালকি কমিনিউটি সেন্টার আব্দুর রশিদের দুই সন্তানের হাতে তারেক রহমানের দেয়া ঈদ সামগ্রী ও নগদ অর্থ তুলে দেওয়ার সময় বিএনপি'র কেন্দ্রীয় নিবাহী কমিটির ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক  সৈয়দ এমরান সালেহ প্রিন্স তিনি এসব কথা বলেন।

এমরান সালেহ প্রিন্স বলেন, বর্তমান সরকার দমন-নিপীড়ন চালিয়ে  দেশকে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে। সাড়ে ১২ হাজার নেতাকর্মীদের কে চিরতরে পঙ্গু করা হয়েছে । ৪০ লক্ষ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়েছে। ৭ হাজার নেতাকর্মীকে হত্যা করেছে। ৬ শত নেতাকর্মীকে গুম করা হয়েছে। প্রায় আড়াই লক্ষ নেতাকর্মী গত ১২ বছরে জেল হাজতে যেতে হয়েছে। আমাদের প্রিয় নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াও কিন্তু এর বাহিরে নয়,প্রিয় নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানেও এর বাহিরে নন। আমরা চরম দুঃশাসনের মধ্যে আছি। দুঃশাসনের যাতাকলে যারা নিষ্পেষিত হয়েছে, যারা নিহত হয়েছে, তাদেরকে আমরা সব সময় স্মরণ করি, তাদেরকে আমরা কখনো ভুলে যাই নাই, সব সময় স্মরণ করব।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএন পির আহবায়ক ডা: মাহাবুর রহমান লিটন, সিনিয়র যুগ্ন আহবায়ক জাকির হোসেন,বাবলু। এসময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল করিম সরকার, উপজেলা বি এন পি সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী মিজানুর রহমান পলাশ, বি এন পির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসিদ আহমেদ মাসুদ, উপজেলা যুবদলের সভাপতি কামরুজ্জামান মীর আজাদ,জেলা যুবদলের সহ সভাপতি আনোয়ার সাহাদাত আনার, জেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক ইমরুল কায়েস এলিস,পৌর যুবদলের সাধারণ সম্পাদক আবু সালেক প্রমুখ। 

এসএ/