যুগপৎ আন্দোলনকারীদের নিয়ে রাষ্ট্র পরিচালনা করবে বিএনপি: নজরুল


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:৪৩ পিএম, ১৭ই আগস্ট ২০২৫


যুগপৎ আন্দোলনকারীদের নিয়ে রাষ্ট্র পরিচালনা করবে বিএনপি: নজরুল
ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মো. নজরুল ইসলাম খান জানিয়েছেন, যুগপৎ আন্দোলনে যারা বিএনপির সঙ্গে কাজ করেছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তাদেরকে নিয়ে দল একসঙ্গে কাজ করবে। তিনি এই মন্তব্য করেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে।


রোববার (১৭ আগস্ট) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে মো. নজরুল ইসলাম খান বলেন, নির্বাচন কমিশন তাদের প্রস্তুতি যথাযথভাবে নিচ্ছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপি কিছুটা উদ্বিগ্ন। দেশের পরিস্থিতি কিছুটা দুর্বল হলেও নির্বাচনের আগে এটি স্বাভাবিক হবে বলে তারা আশাবাদী।


আরও পড়ুন: জবাবদিহিতামূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান


তিনি আরও জানান, প্রয়োজনে নির্বাচনে অধিক সংখ্যক সেনা সদস্য এবং সমুদ্র উপকূলবর্তী এলাকায় কোস্টগার্ড ও নৌবাহিনী মোতায়েনের জন্য বিএনপি ইসিকে অনুরোধ করবে। এছাড়া প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা, সীমানা পুনর্নিধারণ, আচরণবিধি সংশোধন এবং সাধারণ পাসপোর্টধারীদেরও ভোটার তালিকায় অন্তর্ভুক্তির বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।


নজরুল ইসলাম খান বলেন, ইসি নির্বাচনী এলাকার ভৌগোলিক অখণ্ডতা, জেলা ও উপজেলার অখণ্ডতা এবং ভোটার সংখ্যাকে মূলনীতি হিসেবে বিবেচনায় নিয়ে সীমানা নির্ধারণের কাজ করছে। এছাড়া আচরণবিধি সংশোধনের খসড়া পর্যালোচনা প্রক্রিয়ায় আছে। জোটের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে এখনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।


এএস