জবাবদিহিতামূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:৩৪ পিএম, ১৭ই আগস্ট ২০২৫


জবাবদিহিতামূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান
ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতন্ত্র, মৌলিক অধিকার এবং জবাবদিহিতামূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নির্বাচনের বিকল্প নেই।


রোববার (১৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে জাতীয় কবিতা পরিষদের আয়োজনে ‘গণতন্ত্র উত্তরণে কবি সাহিত্যকদের ভূমিকা ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব মন্তব্য করেন।


আরও পড়ুন: সিইসির সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি


তারেক রহমান সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ যেন চরমপন্থি ও মৌলবাদের আশ্রয়স্থল হয়ে উঠতে না পারে, সেটিই বিএনপির প্রত্যাশা।


তিনি আরও বলেন, দেশের মালিকানার একমাত্র দাবিদার এদেশের নাগরিক। মানুষের ভোটাধিকারের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার পক্ষে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।


আরও পড়ুন: ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ


বিতারিত স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিহত করতে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, জবাবদিহিতামূলক অবস্থা কেবল মানুষের ভোটাধিকারের মধ্য দিয়ে সম্ভব। দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের প্রতিধ্বনি উচ্চারিত হওয়া প্রয়োজন।


এএস