ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:৪৮ পিএম, ১৭ই আগস্ট ২০২৫


ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদানের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। রোববার (১৭ আগস্ট) রাজধানীর বারিধারায় রাষ্ট্রদূতের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


বৈঠকে এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের তরুণ প্রজন্ম স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি অঙ্গীকারবদ্ধ। পাশাপাশি তিনি বাংলাদেশে আরও বেশি ফিলিস্তিনি শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আরও পড়ুন: ফ্যাসিবাদের পুনরায় আগমন রোধ করতে হবে: আলাল


এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার চৌধুরী নিভা ও যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ।


সাক্ষাতে বাংলাদেশ-ফিলিস্তিন বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় হয়।


এএস