ফ্যাসিবাদের পুনরায় আগমন রোধ করতে হবে: আলাল


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:৩৮ পিএম, ১৭ই আগস্ট ২০২৫


ফ্যাসিবাদের পুনরায় আগমন রোধ করতে হবে: আলাল
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল রোববার (১৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে জনতার অধিকার পার্টি আয়োজিত আলোচনা সভায় বলেন, "জাতীয় স্বার্থের প্রশ্নে সবাইকে দৃঢ় থাকতে হবে, যাতে কোনোভাবেই ফ্যাসিবাদের পুনর্বাসন না ঘটে।"


তিনি আরও বলেন, গণতন্ত্রের সৌন্দর্য হলো মতভেদ ও বিতর্ক। তবে এই বিতর্ক যেন দেশের স্বার্থে কোনো ক্ষতি না করে। আলাল উল্লেখ করেন, এই দৃষ্টিকোণ থেকে সব রাজনৈতিক দলের অভিন্ন অবস্থান রয়েছে এবং তাই ইতোমধ্যেই জাতীয় ঐক্যের মঞ্চ প্রতিষ্ঠিত হয়েছে।


আরও পড়ুন: ভরাডুবির ভয়ে কিছু খুচরা পার্টি নির্বাচন চাচ্ছে না: দুদু


আগামী নির্বাচনের প্রসঙ্গে আলাল বলেন, নির্বাচনের কাঠামো তৈরি হওয়া উচিত আগে, যাতে দায়িত্বে আসা ব্যক্তিরা পরে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে পদ্ধতি গ্রহণ করতে পারেন।


এছাড়া, তিনি দেশজুড়ে মুক্ত গণমাধ্যমের গুরুত্বের কথাও তুলে ধরেন। তিনি বলেন, "এখন আর কোনো সংবাদমাধ্যমে হস্তক্ষেপ করা হয় না। জনগণ জানতে পারছে যা আগে প্রচার নিষিদ্ধ থাকায় জানতে পারত না।"


এএস