ভরাডুবির ভয়ে কিছু খুচরা পার্টি নির্বাচন চাচ্ছে না: দুদু


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:২১ পিএম, ১৭ই আগস্ট ২০২৫


ভরাডুবির ভয়ে কিছু খুচরা পার্টি নির্বাচন চাচ্ছে না: দুদু
ছবি: সংগৃহীত

জাতীয় প্রেসক্লাবে জনতার অধিকার পার্টি আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ভরাডুবির ভয়ে কিছু খুচরা পার্টি নির্বাচন চাচ্ছে না। তিনি বলেন, “কিছু খুচরা পার্টি আছে যারা অবৈধভাবে কিছু মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করছে এবং সেটাকে নিজের সম্পত্তি মনে করছে। আমরা জানি নির্বাচন হলে তাদের সম্ভাবনা তো নাই বরং ভরাডুবি হবে। সেজন্য তারা নির্বাচন এড়াচ্ছে।”


রবিবার (১৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে জনতার অধিকার পার্টি কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।


দুদু আরও বলেন, বাংলাদেশ এখন স্বৈরাচার মুক্ত। দেশে জবাবদিহিমূলক সরকারের প্রয়োজন। এজন্য একটি ভালো নির্বাচন দিতে হবে। তিনি বলেন, আগামীতে গণমুখী রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে নির্বাচিত সরকার অবশ্যই প্রতিষ্ঠা করতে হবে।


তিনি জানান, আগস্ট মাসে তাদের শপথ গ্রহণ করতে হবে এবং নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। “এ আন্দোলন সমাপ্তি হবে না,” যোগ করেন তিনি।


সভায় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, মুসলিম লীগের সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের, কারী আবু তাহের এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি রাশেদ প্রধানসহ অন্যান্য নেতা।


আরএক্স/