নরসিংদীতে ট্রেনে কাটাপড়ে দুই শিশু নিহত
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে দুই শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে ঢাকা-চট্রগ্রাম রেলপথের রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের সাহাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হল, রায়পুরার পলাশতলী ইউনিয়নের সাহাপুর গ্রামের দ্বীন ইসলামের ছেলে জোবায়েদ মিয়া (১১) এবং মো. কাউসারের পুত্র সিয়াম মিয়া (১০)।
নরসিংদী রেলওয়ে ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক ইমায়েদুল জাহেদী ও স্থানীয়রা জানান, সকালে আম কুড়ানোর কথা বলে বাড়ি থেকে বের হয় দুই শিশু। পরে দুই শিশু সাহাপুর এলাকায় এক সঙ্গে রেললাইনে দাড়িয়ে অপর লাইনে আসা চট্রগ্রামগামী একটি কন্টেইনার ট্রেন দেখছিল। এসময় দাড়িয়ে থাকা লাইনে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা অভিমুখী তিতাস কমিউটার ট্রেনে কাটাপড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে ফাঁড়ি পুলিশ দুই শিশুর মরদেহ উদ্ধার করে।
পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।
এসএ/